Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেবাননে হামলার হুমকি ইসরাইলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

লেবাননে হামলার হুমকি দিয়েছে ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ এই হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহ যদি ইসরাইলে হামলা চালায় তাহলে লেবাননের জনগণকে ‘চড়া ম‚ল্য’ দিতে হবে। গান্টজের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, যদি উত্তরে কোনও হামলার ঘটনা ঘটে, তাহলে দেশটির বেসামরিক নাগরিকদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা অস্ত্রের জন্য লেবাননের জনগণকে সবচেয়ে চড়া ম‚ল্য দিতে হবে। ১৯৯৭ সালে একটি দুর্ঘটনার স্মরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন গান্টজ। ওই সময় দখলদার রাষ্ট্রটির উত্তরে দুটি পরিবহন হেলিকপ্টার সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ৭৩ জন ইসরাইলি সেনা নিহত হয়। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনা অবস্থানে ওই সৈন্যদের মোতায়েন করা হচ্ছিল। গান্টজ বলেন, আমরা বারবার বলেছি যে আমরা হিজবুল্লাহ এবং ইরানিদের কখনও লেবাননকে সন্ত্রাসী রাষ্ট্র বানাতে দেবো না। এখন ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সীমান্ত এলাকায় এবং এর সীমানা ছাড়িয়ে তৎপর রয়েছে। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাদের সীমান্ত ছাড়িয়ে ইরানের প্রচেষ্টা প্রতিহত করতে আমরা দ্বিধা করবো না। আর হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ ভালোভাবেই জানেন যে সমরাস্ত্র ও ক্ষেপণাস্ত্র দিয়ে বাঙ্কার পরিপ‚র্ণ এবং হিজবুল্লাহর যোদ্ধাদের অবস্থান পরিবর্তন তার এবং লেবাননের নাগরিকদের জন্য বিপজ্জনক। টাইমস অব ইসরাইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ