Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

৪০ লাখ ট্রাক্টরের মিছিল ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

৪ লাখ নয়, এবার ৪০ লাখ ট্র্যাক্টর নিয়ে রাস্তায় নামবেন তারা। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় কিষান ইউনিয়নের (বিকেইউ) নেতা রাকেশ টিকায়েত। ঐ দিন হরিয়ানার কুরুক্ষেত্র জেলার পেহোয়ায় এক সভা করেন টিকায়েত। ‘কিষান মহাপঞ্চায়েত’ নামে ঐ সভা থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি দেশের বাকি অংশেও সেই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছেন টিকায়েত। ‘আন্দোলনজীবী’ শব্দ প্রয়োগের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্য নিয়েও তাকে কটাক্ষ করেছেন টিকায়েত। তিনি বলেন, ‘আন্দোলনজীবীদের সম্পর্কে প্রধানমন্ত্রী কী বুঝবেন? উনি কোনো আন্দোলনেই কোনো দিন অংশ নেননি। বরং দেশকে ভাঙার কাজ করে গিয়েছেন।’ লালকৃষ্ণ আদভানি বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছেন বলেও মন্তব্য করেন টিকায়েত। রাজ্যসভায় দুই দিন আগেই কৃষক আন্দোলন নিয়ে বলতে গিয়ে মোদি ‘আন্দোলনজীবী’ শব্দটি ব্যবহার করেন। শুধু তাই নয়, কটাক্ষ করে বলেছিলেন, শ্রমজীবী কথাটা শুনেছি, কিন্তু নতুন একটা প্রবণতা এসেছে, সেটা হলো আন্দোলনজীবী। আর এই আন্দোলনজীবীরাই দেশের ‘পরজীবী’। এদের থেকে দ‚রে থাকার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদির এই ‘আন্দোলনজীবী’ এবং ‘পরজীবী’ শব্দের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দলগুলো এবং কৃষক সংগঠনগুলো। টিকায়েত ঐ সাক্ষাৎকারে আরো জানিয়েছেন, আগামী ২ অক্টোবর পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে। তবে তার পরেও যে আন্দোলন থামবে না সেই হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ডিবাংলা, খবর অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ