Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১ টনের গান দিয়ে মোসাদ বিজ্ঞানীকে হত্যা করে

জিউস ক্রনিক্যালের দাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে ‘১ টন ওজনের স্বয়ংক্রিয় গান’ দিয়ে ইসরাইলের গোয়েন্দা বাহিনী মোসাদ হত্যা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে জিউস ক্রনিক্যাল। লন্ডনভিত্তিক ইহুদিদের এই সাপ্তাহিক মুখপত্রটিকে উদ্ধৃত করে রয়টার্সের খবরে বলা হয়েছে, বন্দুকটি ইসরাইল থেকে টুকরা টুকরা করে গোপনে ইরানে নিয়ে আসা হয়েছে। এতে কাজ করেছে ইসরাইল এবং ইরানের নাগরিকত্বধারী মোসাদের ২০ এজেন্ট। গত ২৭ নভেম্বর তেহরানের কাছে দামাভান্দ এলাকার আবজার্দে এক হামলায় নিহত হন ফাখরিজাদেহ। শুরু থেকেই ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি স্যাটেলাইট নিয়ন্ত্রিত মেশিনগান’ দিয়ে তাকে হত্যা করা হয়েছিল বলে দাবি করে আসছিল ইরান। এছাড়াও এর পেছনে ইসরাইলের সংশ্লিষ্টতাও দাবি করা হচ্ছিল। বুধবার জিউস নিউজে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জন এজেন্টের মোসাদের ওই দলটি অন্তত ৮ মাস ফাখরিজাদেহর উপর নজরদারি রাখার পর হামলা চালিয়েছে। হামলার সময় ২০ জন দেহরক্ষী সাথে থাকলেও তারা কৌশলে তাকে হত্যা করেন। বিশ্বের সবচেয়ে পুরনো ইহুদি কমিউনিটির এ পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় ফাখরিজাদেহর স্ত্রীও সাথে ছিলেন। তবে তাকে এবং দেহরক্ষীদের কোন আঘাত করা হয়নি। বিজ্ঞানীর মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় অন্তত ১৩টি বুলেট ছোড়া হয়। অবশ্য এ প্রতিবেদনের সত্যতা নিজের নিশ্চিত করেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ হত্যাকান্ডের পর এ ঘটনার জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করেছিলেন। যে অস্ত্রটি দিয়ে হামলা করা হয়েছে সেটি ইসরাইলের তৈরি বলে দাবি করেছিলেন তিনি। যদিও এ বিষয়ে তখন কোন মন্তব্য করেনি ইসরাইল সরকার। বুধবার এ প্রতিবেদন প্রকাশ হওয়ার এ নিয়ে মন্তব্য জানতে চাইলে সরকারের মুখপাত্র বলেছেন, ‘আমরা কখনোই এ ধরনের বিষয় নিয়ে মন্তব্য করিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ