Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেফাজতে নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

হাটহাজারী (চট্রগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৮:০২ পিএম

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা জসিম উদ্দিনের সন্ত্রাসী হামলা এবং মুফতী ইউনুস আহমাদ নামের একজন বক্তাকে মাহফিলের মঞ্চ থেকে গ্রেফতারের প্রতিবাদে হেফাজত আমীর আল্লামা জুনাইদ বাবুনগরীর নির্দেশনায় হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওলানা শোয়াইব জমিরীর সভাপতিত্বে ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম মেখলী ও মাওলানা এমরান সিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন,মাওলানা জসিম উদ্দিন একজন বিদগ্ধ আলেম এবং দেশের শীর্ষ আলেম মরহুম মুফতী ফজলুল হক আমিনী(রহঃ)এর জামাতা।এরকম একজন সুপ্রসিদ্ধ আলেমের উপর হামলা ইসলামী অঙ্গন এবং আলেমদের মাঝে উদ্বেগের সৃষ্টি করেছে।আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব যথাক্রমে মাওলানা জাফর আহমদ, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া, হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হোসাইন, হাটহাজারী পৌর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, পৌর সহ সভাপতি মাওলানা হাফেজ আলী আকবর, পৌর সাধারণ সম্পাদক জনাব নূর মোহাম্মদ, হাটহাজারী যুগ্ম সম্পাদক যথাক্রমে, মাওলানা ইয়াছিন,জনাব মোঃ শফি, মাওলানা সোহাইল চৌধুরী, মাওলানা হাফেজ আমিনুল হক, মাওলানা মাহমুদ হাসান ফয়জী, উপজেলা সহ প্রচার সম্পাদক মাওলানা ইন'আমুল হাসান ফারুকী, উপজেলা অর্থ সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, উপজেলা সাহিত্য সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, মাওলানা ইকবাল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ