বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে বৃহস্পতিবার পঞ্চম দিনে আরো ১৬ হাজার ৮০৫ জন টিকা নিলেন। এ নিয়ে পাঁচ দিনে টিকা নিলেন ৩৬ হাজার ৯৯৪ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, মহানগরী ও জেলার ২৬টি টিকাদান কেন্দ্রে করোনা টিকা দেয়া হচ্ছে। এ পর্যন্ত টিকা নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন ৭৬ হাজার ৬৮ জন।
গতকালও টিকা কেন্দ্রগুলোতে ছিল উপচেপড়া ভিড়। যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তাদের টিকা দেয়া হয়েছে। তবে স্পট রেজিস্ট্রেশন করতেও অসংখ্য মানুষ ভিড় করেন সেখানে। দুপুরের পর নির্দেশনা আসে স্পট রেজিস্ট্রেশন বন্ধ। এরপর ভিড় কিছুটা কমে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, সুশৃঙ্খল পরিবেশে মহানগরীর ১২টি এবং উপজেলার ১৪টি কেন্দ্রে করোনার টিকা কার্যক্রম চলছে। নারী ও পুরুষদের জন্য আলাদা বুথ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।