Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মদিনায় অগ্নিকান্ডে লোহাগাড়ার দুই সহোদরের মৃত্যু; পরিবারে শোকের মাতম

লোহাগাড়ার (চট্টগ্রাম) সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৫৯ পিএম

সৌদি আরবের মদিনায় সোফা কারখানায় ভয়াবহ আগুন লেগে লোহাগাড়ার দুই সহোদরসহ ৬ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে মদিনা শহরের অদূরে আল খলিল রোড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান (২২) ও আরফাত হোসেন মানিক (১৮) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি শাম্বি পাড়ার সুলতান আহমদের পুত্র। তাদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

তাদের বোন জামাই মদিনা প্রবাসী অহিদ জানান, সংসারে সচ্ছলতা আনতে ৩ বছর আগে মিজান সউদী আরব গমণ করেন। গেল বছর তার ছোট ভাই আরফাতকেও নিয়ে যান। তারা মদিনার একটি সোফা কারখানায় কাজ করতেন। কারখানা ও বাসা পাশাপাশি। বুধবার রাতে কারখানায় আগুন লাগলে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে তারা দুই ভাইসহ ৬ বাংলাদেশী নাগরিকের মর্মান্তিক মৃত্যু ঘটে।

দুই ছেলেকে হারিয়ে হতবিহ্বল সোলতান আহমদ জানান, দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে আমার সুখের সংসার ছিল। নিজেও সৌদিয়া আরব ছিলাম। কর্জ করে ছেলেদের বিদেশ পাঠিয়েছি। এখনো কর্জ শোধ করতে পারিনি। এখন দুই ছেলেকে হারিয়ে তার স্ত্রী বারবার মুর্ছা যাচ্ছেন বলে তিনি জানান।

স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির জানান, তারা দুই ভাই বৈধভাবে সউদী আরবে গিয়েছিল। কিন্তু করোনায় আর্থিক সংকটের কারণে এক ভাইয়ের ভিসা নবায়ন করতে পারেনি। উর্পাজনক্ষম দুই ছেলেকে হারিয়ে তাদের পরিবারটি অসহায় হয়ে পড়েছেন বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ