Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের মহিলা মাদরাসাগুলো আদর্শ মা তৈরীর কাজ করছে -কক্সবাজারে আল্লামা বোখারী

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৪:০৪ পিএম

শাইখুল হাদিস আল্লামা আব্দুল হালিম বোখারী বলেন, মহান আল্লাহ পাক শ্রেষ্ট বিজ্ঞানী। তিনি মহিলা এবং পুরুষের কর্মক্ষেত্র আলাদা করে দিয়েছেন। যে যার কর্মক্ষেত্রে অবদান রেখে সমাজটাকে উন্নত সমাজে পরিণত করা যায়। কিন্তু আমাদের সমাজে মহিলারা তাদের কর্মক্ষেত্র ছেড়ে পুরুষের কর্মক্ষেত্রে অবাদ বিচরণের কারণে অনেক অনাচার সৃষ্টি হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে আল্লামা বোখারী কক্সবাজার লিংক রোড এলাকার মশরাফিয়া মহিলা মাদরাসার এক মাহফিলে আজ একথা বলেন।

তিনি বলেন, একটি আদর্শ ও শান্তিময় উন্নত সমাজ প্রতিষ্ঠার পূর্ব শর্ত আর্দশ মানুষ। আর এ জন্য দরকার আদর্শ মা।
দেশের মহিলা মাদরাসা গুলো আদর্শ মা তৈরীর কাজ করছে।

ইসলামের সোনালী যুগে মহিলারা নিজের কর্মক্ষেত্রে থেকেও আদর্শ সমাজ গড়ায় ভূমিকা রেখেছিলেন।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য যে,
আধুনিক শিক্ষা ব্যবস্থায় আদর্শ মা তৈরীর ব্যবস্থার ঘাটতি আছে। তিনি পুরুষ মহিলা সবসইকে দ্বীনি শিক্ষা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।

বাদ জুহুর শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন এলাকার প্রখ্যাত আলেমে দ্বীন মাওলা মুসলিম।
মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা সালামত উল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ