Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

শপথ নিলেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ২:১৪ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র এম. রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। রাজধানী ঢাকার ওসমানী মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র রেজাউল করিম চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান।

অন্যদিকে কাউন্সিলরদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এম তাজুল ইসলাম শপথ পাঠ করান।

গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
তিনি ৩ লাখ ৬৯ হাজার ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।

নির্বাচনে ভোট পড়েছে ২২ শতাংশ।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৪০ জন নির্বাচিত হন। তারা আওয়ামী লীগের মনোনীত এবং বিদ্রোহী প্রার্থী। কাউন্সিলর পদে বিএনপির কোন প্রার্থী বিজয়ী হননি।
চসিকের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওই পদে নির্বাচন হয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারি এই ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শপথ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ