Inqilab Logo

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ২ শ্রাবন ১৪৩১, ১০ মুহাররম ১৪৪৬ হিজরী

নালিতাবাড়ীতে বালু উত্তোলনকালে শ্রমিক নিহত

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪২ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি নদী চেল্লাখালী থেকে অবৈধভাবে বোরিং করে বালু উত্তোলনকালে বালুচাপায় রিপন মিয়া (৩৫) নামে এক বালু শ্রমিক নিহত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিপন পার্শ্ববর্তী আন্দারুপাড়া গ্রামের হরমুজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রশাসনের নিষেধ সত্ত্বেও নদী তীরবর্তী সমতল বোরিং করে বালু উত্তোলন করছিল স্থানীয় মাজম আলী নামে এক বালু ব্যবসায়ী। সন্ধ্যা সাতটার দিকে প্রায় ৩০ ফুট গভীর থেকে বালু উত্তোলনকালে গর্তের পাড় ধ্বসে ভূ-গর্ভে চাপা পড়ে বালু শ্রমিক রিপন মিয়া। পরে তড়িঘড়ি করে অন্য শ্রমিকরা তাকে উদ্ধারে ব্যর্থ হয়। আটটার দিকে বালু শ্রমিক রিপন চাপা পড়ার বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। রাত দশটায় দিকে গর্তের পানি অপসারণ করে নিহত শ্রমিক রিপনকে উদ্ধার করেন নালিতাবাড়ী থানা পুলিশ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া ঘটনার জানান, নদীর তীরে গভীর গর্ত খুঁড়ে বালু উত্তোলন করায় এ দুর্ঘটনা ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেরপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ