Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাবিতে অনলাইনে বসন্তবরণ

রাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

বসন্ত আসবেই এই স্লোগানকে সামনে রেখে অনলইনে বসন্ত বরণের আয়োজন করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। হাওয়াই বসন্ত-১৪২৭গ্ধ নামের এই অনলাইন অনুষ্ঠানটি ১লা ফাল্গুন ১৪২৭ (১৪ ফেব্রুয়ারি ২০২১) সকাল ১০ টা থেকে দিনব্যাপি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে সরাসরি স¤প্রচার করবে বিভাগটি। অনলাইন বসন্তবরণ উৎসবের সমন্বয়ক, চারুকলা অনুষদের শিক্ষার্থী জনি মাহমুদ জানান, অনলাইন বসন্তবরণ উৎসবটির নাম দেওয়া হয়েছে ‹হাওয়াই বসন্ত ১৪২৭›। করোনা প্রাদুর্ভাবে ক্যাম্পাস বন্ধ থাকায় পূর্বের ন্যায় চারুকলা প্রাঙ্গণে বসন্তবরণ উৎসব হচ্ছেনা। তাই বলেতো বসন্ত থেমে থাকবেনা। স্বাগত জানানো হোক বা না হোক, প্রকৃতি তার উপহার দিতে ভুলবে না।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্ধার্থ শংকর তালুকদার বলেন, ‘বাঙালি জাতির অন্যতম উৎসব হচ্ছে পহেলা ফাল্গুনের বসন্তবরণ এবং পিঠা উৎসব আয়োজন। রাজশাহী বিশ্বাবদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতি বছরই অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে আসছে। কিন্ত এবছর দেশের পরিস্থিতি বিবেচনা করে, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার্থে এখনি খুলছেনা বিশ্ববিদ্যালয়। তাই বাঙালি জাতির বসন্ত বরণের যে ঐতিহ্য, সেটি ধরে রাখতেই ক্ষুদ্র পরিসরে হলেও আমরা অনলাইনে এ আয়োজন করতে যাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনলাইনে-বসন্তবরণ

১১ ফেব্রুয়ারি, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ