Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমানকে বিয়ে করতে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

অসংখ্য অভিনেত্রীর সঙ্গে বলিউড স্টার সালমান খান (সল্লু ভাই) প্রেমে জড়িয়েছিলেন। এদেরই একজন পাকিস্তানি অভিনেত্রী সোমি আলী। স¤প্রতি তিনি জানান, বলিউড সালমানকে বিয়ে করাই ছিল তার একমাত্র স্বপ্ন। নায়ক হিসেবে সালমানের একক সিনেমা ছিল ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। সেই ছবি দেখার পর প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন সোমি। সিদ্ধান্ত নেন ভারতে আসার।
সাক্ষাৎকারে জানান, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ দেখার পরই সালমানকে ভালো লেগে যায়। তাকে বিয়ে করার জন্য ভারতে আসবেন বলে স্পষ্ট জানিয়ে দেন পরিবারকে। মেয়ের কথা শুনে ভড়কে যান মা। মেয়ে যাতে ওই ধরনের কিছু না করেন তার জন্য নজরবন্দি করে রাখা হয়।

একদিন মাঝ রাতে স্বপ্নে সালমানক দেখে জেগে সোমি বাবার সঙ্গে কথা বলেন। ওই সময় ভারতে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। মুম্বাইতে বেশ কয়েকজন আত্মীয় রয়েছেন। তাদের সঙ্গে দেখা করতে চান। বাবাকে ওই কথা জানিয়েই দেশ ছাড়েন সোমি।
ভারতে আসার পর মডেলিং জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পাশাপাশি অভিনয়ও শুরু করেন। ওই সময় সালমান খান ও সোমি আলীর মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। আর তা নিয়ে জোর চর্চা শুরু হয় বলিউডে। টানা ৮ বছর সম্পর্কের পর তাদের ব্রেকআপ হয়। শোনা যায়, ঐশ্বরিয়া রাইয়ের জন্যই নাকি সালমানের সঙ্গে সোমির বিচ্ছেদ হয়। সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেন তিনি।

সোমি স্পষ্ট জানান, ঐশ্বরিয়ার কারণে সালমানের সঙ্গে বিচ্ছেদ হয় তার। সঞ্জয় লীলা বানশালির ‘হাম দিল দে চুকে সনম’-এ অভিনয়ের সময় এ ঘটনা ঘটে। তবে সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি। সালমান শারীরিক হেনস্থা করেছেন এ অভিযোগ তুলে সরে আসেন সাবেক বিশ্বসুন্দরী।
সালমানের সঙ্গে বিচ্ছেদের পর সোমি আর ভারতে থাকেননি। মার্কি যুক্তরাষ্ট্রে ফিরে বাকি থাকা পড়াশোনা শেষ করেন। এরপর থেকে সেখানেই আছেন। বর্তমানে নিজের প্রতিষ্ঠিত এনজিও নিয়ে ব্যস্ত সোমি। সূত্র : জি নিউজ, হিন্দুস্থান টাইমস।



 

Show all comments
  • আরমান ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৩৪ এএম says : 0
    ভালো কাজ করেছেন
    Total Reply(0) Reply
  • নীল আকাশ ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৯:০৬ এএম says : 0
    এসব অপ্রয়োজনীয় নিউজ না দিলে হয় না।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ মোশাররফ ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৯:০৬ এএম says : 0
    অভিনেতাদের আবার বিয়ে....। হাসি কোথায় রাখবো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ