বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে আবুল খায়ের স্টিল কারখানায় আগুন লেগেছে। প্রায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বুধবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাটে আবুল খায়ের স্টিল মিলে এ অগ্নিকান্ড ঘটে।
রাতে নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকান্ডের খবর পাওয়ার পর আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার স্টেশন থেকে ৭টি গাড়ি ঘটনাস্থলে যায়। আগুন এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক (ডিএডি) নিউটন দাশ বলেন, কারখানার ভেতরে বড় মাঠে কয়েক’শ ড্রাম কালো তেল রাখা আছে। সেজন্য আগুন দ্রুত ছড়িয়ে গেছে। স্টিল মিলের পাশেই আছে বেসরকারি পাওয়ার প্ল্যান্ট। সেখানে যাতে আগুন ছড়াতে না পারে, সেজন্য আমরা মাঠে ব্যারিকেড তৈরি করে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে তেলের কারণে আগুন সহজে নেভানো যাচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।