মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্লিনিকে গুলিতে নিহত
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি ক্লিনিকে এক বন্দুকধারী বৃদ্ধের গুলিতে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেগরি পল উলরিচ নামে ৬৭ বছরের ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ক্লিনিকে বন্দুকধারীর গুলিতে আহত পাঁচজনের মধ্যে একজন মারা গেছেন বলে হেনেনিপিন কাউন্টি মেডিকেল সেন্টারের মুখপাত্র ক্রিস্টিন হিল জানিয়েছেন। হতাহতরা অ্যালিনা হেলথকেয়ার ক্লিনিকের রোগী না কর্মী তা এখনও জানা যায়নি। রয়টার্স।
নিখোঁজ ১৯৭
ভারতের উত্তরাখন্ডে হিমবাহ ধসের ঘটনায় এখনও ১৯৭ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাত পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার হয়েছে। সেনা, আইটিবিপি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রায় ৬০০ উদ্ধারকারী উদ্ধারকাজে অংশ নিয়েছেন। এর মধ্যে তপোবন বিদ্যুৎপ্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের ব্যাপারে সবচেয়ে বেশি আশংকা তৈরি হয়েছে। রবিবার এই বিপর্যয়ের পরে প্রায় ৬০ ঘণ্টা পেরিয়ে গেছে। এখন পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভিতরে ঢুকতেই বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। সুড়ঙ্গের মুখ কাদা, পাথরে আটকে গিয়েছিল। এবিপি।
দুটি নতুন রূপ
তদন্তে ইংল্যান্ডে করোনাভাইরাসের আরো দুইটি নতুন রূপ পাওয়া গেছে। মঙ্গলবার বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে। কোভিড-১৯ এর নতুন এই দুই রূপের মধ্যে একটি উদ্বেগের কারণ হিসাবে বলা হয়েছে। নতুন এই ভাইরাসের রূপের সাথে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের করোনার মিল রয়েছে। দেশটির সরকারী উপদেষ্টা বৈজ্ঞানিক কমিটি জানায়, নতুন দুই করোনার রূপের একটি প্রথমে পাওয়া যায় বিস্টলে যা দুশ্চিন্তার কারণ। ভাইরাসের অন্যরূপটি চিহ্নিত হয়ে লিভারপুলে। রয়টার্স।
দত্তক স্থগিত
নেদারল্যান্ডসের সরকার বিদেশ থেকে শিশুদের দত্তক নেওয়া পুরোপুরি স্থগিত করে দিয়েছে। পাঁচটি দেশ থেকে বিদেশি শিশুদের দত্তক নেওয়ার ক্ষেত্রে নিয়ম-কানুন লঙ্ঘন করা হচ্ছে এমন এক রিপোর্ট প্রকাশের পর এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দত্তক নেওয়ার মাধ্যমে নেদারল্যান্ডসের নাগরিক হয়েছেন - এমন একজন ইন্দোনেশিয়ান বংশোদ্ভ‚ত নারী বিদিয়া অস্তুতি বোয়ের্মা ডাচ সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বিবিসি বাংলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।