Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারীতে ডিটারজেন্ট কারখানা সিলগালা

হাটহাজারী (চট্রগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৪২ পিএম

মেসার্স জনতা এন্টারপ্রাইজ, ফটিকা, হাটহাজারী, সিএম লাইসেন্স নং-৫১৪০/জি-০৮/২০২০ এর অনুকূলে জনতা ব্র্যান্ড নামে একটি ডিটারজেন্ট পাউডার প্রস্তুতের অনুমোদন নিয়ে SAFELY এবং SAFELY XL নামে আরো দুইটি অনুমোদনহীন ডিটারজেন্ট পাউডার উৎপাদন ও বাজারজাত করে আসছেন প্রতিষ্ঠানের মোঃ মহিবুল্লাহ। ভ্রাম্যমাণ আদালতে গিয়ে এ তথ্যটির সত্যতা খুঁজে পান উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।

আজ বুধবার দুপুরে আলাপকালে প্রস্তুতকারক জানায়, নবম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছেন। ডিটারজেন্ট প্রস্তুতের বিষয়ে তিনি কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেন নি। দক্ষতা সংক্রান্ত কোনো কাগজপত্রও নেই তার কাছে। অকপটে স্বীকার করেন কেউ তাকে যেকোনো ব্রান্ডের মোড়ক দিলে তিনি ডিটারজেন্ট বানিয়ে দেন।

সত্যতা জানিয়ে নির্বাহী অফিসার বলেন, অনুমোদনকারী ডিটারজেন্ট জব্দ করা হয়েছে। কারখানা সিলগালার পাশাপাশি লাইসেন্স বাতিলের জন্য বিএসটিআই কে চিঠি দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ