Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে তীর সংরক্ষণের বাঁধে ধস চারদিন পার হলেও জরুরি ভিত্তিতে সংস্কার হয়নি

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের পদ্মার পাড় ধলার মোড়ে তীর সংরক্ষণের বাঁধের ৪০ মিটার ধস। হঠাৎ করে শনিবার রাতে পদ্মার তীর সংরক্ষণ বাঁধের সিসি বøক ৪০ মিটার অংশ ধসে যায়। এদিকে চারদিন পার হলেও জরুরি ভিত্তিতে তীর সংরক্ষণ কাজ শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড। আরো ব্যাপক ভাঙনের ভয়ে এলাকাবাসী আতঙ্কিত। জরুরি ভিত্তিকে সংস্কার করা না হলে নদীর পাড়ের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
‘এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জহিরুল হক জানান, দুশ্চিন্তার কোনো কারণ নেই, বুধবার থেকে ধসের স্থান সংস্কার করা হবে। জরুরি সংস্কারের জন্য ৯ লক্ষ টাকা বরাদ্দ করা হলেও ঠিকাদার এখনো কাজ শুরু করেনি। এ বিষয়ে ঠিকাদার হারুন জানান, পানি উন্নয়ন বোর্ডের টাস্ক ফোর্সের প্রধান তোফায়েত আহমেদের অপেক্ষায় আছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদপুরে তীর সংরক্ষণের বাঁধে ধস চারদিন পার হলেও জরুরি ভিত্তিতে সংস্কার হয়নি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ