Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালালে ৬ কেজি স্বর্ণসহ আটক ৭

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। আটক করা হয়েছে সাতজনকে। গতকাল মঙ্গলবার শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদ আসে, মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে বিদেশ থেকে সোনা চোরাচালান হবে। এমন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। দুবাই থেকে ইউএস-বাংলার একটি বিমান (বিএস-৩৪২) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বিমানটি বোর্ডিং ব্রিজ-৪ সংযোগ স্থাপনের পরপরই কাস্টমস গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক মো. ইফতেখার আলম ভূঁইয়ার নেতৃত্বে কাস্টমস গোয়েন্দারা তল্লাশি শুরু করেন। এসময় বিমানের ক্যাটারিং এর গাড়ির ফুড স্টোরেজের স্থানে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় সাত কেজি (৬৯৬০ গ্রাম)। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্যাটারিং-এর দায়িত্বরত ৭জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক সাত জনকে জিজ্ঞাসাবাদ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক`

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ