Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাগাজীতে সাংবাদিকের ওপর হামলা

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

 সোনাগাজীতে চাঁদা না দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দৈনিক ইত্তেফাকের ক্যাম্পাস প্রতিনিধি শরিয়ত উল্যাহর ওপর যুবলীগ নেতা ফরহাদ লোকজন নিয়ে গত সোমবার বিকালে হামলা চালায় বলে অভিযোগ ওঠেছে। গুরুতর আহত সাংবাদিককে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে আসলে সাংবাদিক শরিয়ত উল্লাহর পরিবারের নিকট চাঁদা দাবি করে সন্ত্রাসী সোনাগাজী আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ুব নবী ফরহাদ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার বিকালে বাড়ি থেকে ডেকে নিয়ে সোনাপুর বাজারে চরডুব্বা রোডের মাথায় নিয়ে কোন ধরনের কথা ছাড়াই মারধর শুরু করে। ওই সময় ফরহাদের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা শরিয়তকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভার্তি করা হয়েছে। ওই ঘটনায় সোমবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
যুবলীগ নেতার সন্ত্রাসী হামলার বিষয়ে জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন বলেন, কারো অপকর্মের দায় দল নিবে না।
তার বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্বান্ত নেয়া হবে। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, হামলাকারী সন্ত্রাসী পলাতক তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। অভিযুক্ত ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ