Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃণমূলে যোগ দিলেন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আলোচিত সাবেক পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। মঙ্গলবার কালনায় মমতার জনসভায় চন্দননগরের সাবেক এ পুলিশ কমিশনার আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এবার বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরকে প্রার্থী করা হবে বলে জানিয়েছে তৃণমূলের দলীয় স‚ত্র। খবর জিনিউজের। আগামী মার্চ মাসে অবসরগ্রহণের কথা ছিল হুমায়ুন কবীরের। কিন্তু সবাইকে চমকে দিয়ে জানুয়ারির শেষ সপ্তাহে হঠাৎ ইস্তফা দেন তিনি। এর আগে হুমায়ুন কবীরের স্ত্রী অনিন্দিতা দাস কয়েক মাস আগে তৃণমূলে যোগ দেন। এদিকে হুমায়ুন কবীর তৃণমূলে যোগ দিতেই তাকে কটাক্ষ করেন বিজেপির এমপি অভিনেত্রী লকেট চ্যাটার্জি। তিনি বলেন, মে মাসে আমরা ক্ষমতায় আসার পর এদের সবার জবাব দেব। প্রসঙ্গত, রাজ্য স্বরাষ্ট্র দফতরে পাঠানো পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণই দেখিয়েছিলেন হুমায়ুন কবীর। তবে তখন তার রাজনীতিতে যোগদান নিয়ে গুঞ্জন উঠেছিল। এবার তা সত্যি পরিণত হলো। ২০০৩ ব্যাচের আইপিএস অফিসার হুমায়ুন কবীর। অপরাধ দমনের পাশাপাশি সাহিত্যচর্চাও করেন সমান তালে। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে হাতকাটা দিলীপকে গ্রেফতার করে লাইমলাইটে এসেছিলেন হুমায়ুন। সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যেরও অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন হুমায়ুন। তবে মুর্শিদাবাদের পুলিস সুপার থাকার সময়ে একটি ধর্ষণ বিষয়ক মামলা নিয়ে আলোচনা ও সমালোচনায় পড়েন হুমায়ুন। একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে তাকে সরিয়ে দেওয়া হয়। জিনিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ