Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

প্রাণীর পরীক্ষা
গৃহপালিত বিড়াল ও কুকুরের করোনাভাইরাস পরীক্ষার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির রাজধানী সিউলের মেট্রোপলিটন সরকারের এক ঘোষণায় বলা হয়েছে, এসব প্রাণীদের লক্ষণ থাকলে সেগুলোকে পরীক্ষা করানো হবে। কয়েক সপ্তাহ আগে একটি বিড়ালছানার দেহে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর যেসব প্রাণীর দেহে ভাইরাস শনাক্ত হবে সেগুলোকে অবশ্যই কোয়ারেন্টিনে রাখতে হবে। বিবিসি।


নেগেটিভ সনদ
যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটেও এখন থেকে করোনাভাইরাসের নেগেটিভ সনদ দেখাতে হবে। ফেডারেল কর্মকর্তারা ফ্লাইটে ওঠার আগেই যাত্রীদের কাছ থেকে করোনা সনদ পরীক্ষা করে দেখবেন। পরিবহনমন্ত্রী পিট বুটিগিগ নতুন এই নির্দেশনার কথা জানিয়েছেন। গত মাসে সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন (সিডিসি) ইতোমধ্যেই আন্তর্জাতিক সব ফ্লাইটে করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করেছে। এবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও সব ধরনের ফ্লাইটে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে বলে জানানো হয়েছে। সিএনএন।


স্বাস্থ্যঝুঁকিতে
করোনার ভ্যাকসিন স্বল্পতায় ফিলিস্তিনিরা চরম স্বাস্থ্যঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। অবরুদ্ধ পশ্চিমতীর ও গাজাবাসী প্রথম এ ভ্যাকসিন পান। গত ২ ফেব্রুয়ারি এখানকার স্বাস্থ্যকর্মীদের প্রথম টিকা দেওয়া শুরু হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ বলছে, ইসরাইল তাদের পাঁচ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তারা মাত্র দুই হাজার ডোজ সরবরাহ করেছেন। গাজায় নিয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আব্দুল আল নাসের সোবো বলেন, ইসরাইল থেকে পাওয়া দুই হাজার ডোজ থেকে আমরা গাজার স্বাস্থ্যকর্মীদের ৩০০-৫০০ ডোজ টিকা দিতে পারব। আনাদোলু।


সাবমেরিনের সংঘর্ষ
প্রশান্ত মহাসাগরীয় উপক‚লে বাণিজ্যিক জাহাজের সাথে সোমবার জাপানি একটি সাবমেরিনের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ‘সোরিয়ু’ নামে সাবমেরিনটির তিন সদস্য আহত হয়েছেন। ওই জাহাজটি হংকংয়ের । জাপান কোস্টগার্ডের ছবিতে দেখা যায়, সংঘর্ষে সাবমেরিনটির কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। জাপানের দক্ষিণের শিকোকু দ্বীপের নিকটবর্তী অঞ্চলে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে। ৩ হাজার টন ওজনের ডিজেল ও বিদ্যুৎ চালিত এই সাবমেরিনে ৬৫ জন ক্রু একসাথে থাকতে পারে। কিয়োডো নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ