Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অডিশনের মাধ্যমে বামবায় নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

১৯৮৭ সালে বন্যার্তদের সাহায্যের উদ্দেশ্যে কনসার্টের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)র । সেই থেকে দীর্ঘ তিন দশক ধরে দেশের ব্যান্ড সঙ্গীতের একমাত্র এই সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশীয় ব্যান্ডের প্রসার ও প্রতিভাবান ব্যান্ডগুলোকে স্থায়ী একটি প্ল্যাটফর্ম দেয়ার লক্ষ্যে। এ লক্ষ্যে এবারও সংগঠনটি আয়োজন করেছে নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম। গত ৭ ফেব্রæয়ারি যমুনা ফিউচারে পার্কের ইয়ামাহা মিউজিক বাংলাদেশ প্রাঙ্গণে এক অডিশনের মাধ্যমে হয় নতুন সদস্য বাচাই অনুষ্ঠান। যাতে অংশগ্রহণ করে সারাদেশ থেকে আসা ১৭টি ব্যান্ডদল। এই অডিশন পর্বের নাম দেয়া হয় ‘ইয়ামাহা-বামবা জ্যাম সেশন’। এতে বিচারক হিসেবে ছিলেন বামবার সভাপতি হামিন আহমেদ, সহসভাপতি এস.এম আলম টিপু (ওয়ারফেইজ), সাধারণ স¤পাদক শাকিব চৌধুরী (ক্রিপটিক ফেইট), সহকারী সাধারণ স¤পাদক কাজী আশেকীন সাজু (আর্টসেল), কোষাধ্যক্ষ আলী সুমন (পেন্টাগন)। কার্যকরী পরিষদের ব্যান্ড সদস্য সোলস, দলছুট, নেমেসিস, পাওয়ারসার্জও ছিলো। এর আগে বামবা ১৩ জানুয়ারী সারাদেশের ব্যান্ডদলের মধ্য থেকে নতুন সদস্য ব্যান্ড অন্তর্ভুক্তির আমন্ত্রন জানায়। আমন্ত্রণে বামবা ব্যাপক সাড়া পায়। সারাদেশ থেকে ৮৫ টি শ্রোতাপ্রিয়, উঠতি এবং নতুন ব্যান্ড সদস্য অন্তর্ভুক্তির আবেদন করে। ৮৫টি ব্যান্ড থেকে ১৭ টি ব্যান্ডকে ইয়ামাহা মিউজিক বাংলাদেশনের প্রাঙ্গণে অডিশনের আহŸান জানানো হয়। ব্যান্ডগুলেঅ তাদের নিজস্ব ধারার একটি করে গান পরিবেশন করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ