Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সায়েরা রেজার ভ্যালেন্টাইন স্পেশাল যার লাগিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বিশ্ব ভালোবাসা দিবসে প্রকাশিত হচ্ছে সঙ্গীতশিল্পী সায়েরা রেজার ভ্যালেন্টাইনস স্পেশাল গান ‘যার লাগিয়া’। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সঙ্গীত করেছেন শোভন রায়। এ বছর এটি সায়েরা রেজার তৃতীয় মৌলিক গান। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২০ এর দেশসেরা ফোক শিল্পী সায়েরা রেজা বছরের শুরুতেই জানান দিয়েছিলেন ২০২১ এ তাঁর বেশ কিছু মৌলিক গান প্রকাশিত হবে। এ ধারাবাহিকতায় একের পর এক তার গান প্রকাশিত হচ্ছে। ইতিমধ্যে ‘দিওয়ানা মাস্তানা’ এবং ‘পরাণ পাখি ময়না’ শিরোনামে ২টি মৌলিক গান প্রকাশিত হয়েছে। ইতোমধ্যেই গান দুটি বেশ সাড়া ফেলেছে সঙ্গীতাঙ্গনে। নতুন গান ‘যার লাগিয়া’ প্রকাশিত হবে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সায়েরা রেজা মিউজিক লাউঞ্জ’ থেকে। সায়েরা রেজা এখন নতুন গানে কন্ঠ দেয়া, টিভি লাইভ ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শ্রোতাদের ভালো গান উপহার দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানন সায়েরা রেজা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালেন্টাইন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ