বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বরিশাল জেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্না ইল্লাহে ওয়া ইন্না এলাইহে রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কুতুব উদ্দিন আহম্মেদ ১৯৭১ সালে ৯ নম্বর সেক্টরের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। শোক বার্তায় মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানা তিনি।
এছাড়াও শোক জানিয়েছেন বরিশাল সদর আসনের এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। বরিশাল প্রেসক্লাবের সভাপতি মুঃ ইসমাইল হোসেন নেগাবান, সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস , সাধারণ সম্পাদক মিথুন সাহা।
বুধবার সকাল দশটায় সরকারী হাতেম আলী কলেজ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে কেন্দ্রীয় মুসলিম গোরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় শেখ কুতুব উদ্দিনের দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।