Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে হিফজুল কুরআন প্রতিযোগিতা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৫ পিএম

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে হিফজুল কুরআন ১২ তম প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ থেকে রাত সাড়ে ৭ পর্যন্ত সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের জামিয়া শেখ মুহাম্মদ আব্দুল্লাহ হযরতপুর মাদরাসা প্রাঙ্গনে জেলার ৬টি উপজেলা থেকে ৩৪৫ জন হাফেজ প্রতিযোগী অংশগ্রহণ করেন। ৫পারা, ১০পারা , ২০পারা, ৩০পারা ও ১০ বছরের নিচে হাফেজ ছিগারুল হুফফায সহ ৫টি গ্রুপ প্রতিযোগীতায় অংশ নেয় । ৫ গ্রুপের মধ্যে মোট ৩৪ জনকে বাছাই করে পুরস্কৃত করা হয়।

আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শেখ মুহাম্মদ আব্দুল্লাহর ব্যবস্থাপনায় এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা বশির আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা কারী হাফেজ আব্দুল হক, সাধারন সম্পাদক হাফেজ কারী মুহাম্মদ হিদায়াতুল্লাহ,হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা ওবায়দুল্লাহ, মুফতী মাহবুবুর রহমান জিয়া, শেখরনগর ইউপি চেয়ারম্যান মো.নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন, জামিয়া শেখ মুহাম্মদ আব্দুল্লাহ হযরতপুর মাদরাসার মুহতামিম মুফতী রুহুল আমীন কাশেমীসহ জেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী।

এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন অতিথিরা। বিজয়ীদের মধ্যে ৫ পারা গ্রুপের জামিয়া শেখ মুহাম্মদ আব্দুল্লাহ মাদরাসার শেখ সুমনের ছেলে শাহরিয়ার ১ম, সৈয়দপুর জামিয়া ইমদাদিয়া মাদরাসার খাইরুল ইসলামের ছেলে রাইয়ান ২য়, জামিয়া শেখ মুহাম্মদ আব্দুল্লাহ মাদরাসার নাসিরুদ্দিনের ছেলে আহমাদেনিজাদ নাদিম ৩য়, জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসার মুফতি মুহিউদ্দিন কাসেমি ছেলে আসজাদ নাদিম ৪র্থ, মেদেনি ম-ল কুরআনিয়া মাদরাসার নুরুল আমিনের ছেলে আব্দুল্লাহ সাদাফ ৫ম, জামিয়া শেখ মুহাম্মদ আব্দুল্লাহ মাদরাসার আব্দুর রশিদের ছেলে নাজিমুদ্দীন ৬ষ্ঠ, জামিয়া শেখ মুহাম্মদ আব্দুল্লাহ মাদরাসার আব্দুল ওয়াদুদের ছেলে তাওহিদুল ইসলাম ৭ম হয়েছে।

১০ পারা গ্রুপের মধ্যে জামিয়া শেখ মুহাম্মদ আব্দুল্লাহ মাদরাসার আমজাদ হোসেনের ছেলে আবু রাইহান ১ম, জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসার জসিম উদ্দীনের ছেলে আলফিয়ান ২য়, জামিয়া রহমানিয়া আরাবিয়া মৃধাবাড়ি মাদরাসার মুফতি শহিদুল ইসলামের ছেলে সালমান ৩য়, সৈয়দপুর জামিয়া এমদাদাদিয়া মাদরাসার আমজাদ হোসেনের ছেলে মুকতাদির আহমাদ ৪র্থ, জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসার মাও. আনোয়ার হুসাইনের ছেলে সাআদ ৫ম, কুসুমপুর দারুল উলুম ইসলামিয়া মাদরাসার তাসলিম শেখের ছেলে আব্দুল্লাহ ৬ষ্ঠ, জামিয়া মোহাম্মাদিয়া আরাবিয়া ভাটিমভাগে মাদরাসার ইব্রাহিম শেখের ছেলে ইসমাঈল শেখ ৭ম হয়েছে।

২০ পারা গ্রুপের মধ্যে জামিয়া শেখ মুহাম্মদ আব্দুল্লাহ মাদরাসার তাজুল ইসলামের ছেলে আশিকুর রহমান ১ম, জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসার আব্দুল কাইয়ুমের ছেলে মুস্তাকিম বিল্লাহ ২য়, সৈয়দপুর জামিয়া এমদাদিয়া মাদরাসার আব্দুল মুত্তালিবের ছেলের বেলাল হুসাইন ৩য়, আলাউদ্দিনের ছেলে মুহাম্মদ আলী ৪র্থ, কুসুমপুর দারুল উলুম ইসলামিয়া মাদরাসার মাযহারুল ইসলামের ছেলে আবু ইউসুফ ৫ম, উত্তর কোলাপাড়া আশ্রাফুল উলুম মাদরাসার শাহ আলমের ছেলে আমির হামযা ৬ষ্ঠ, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া ভাটিমভোগ মাদরাসার ইসলাম ম-লের ছেলে ইমরান হুসাইন ৭ম হয়েছে।

৩০ পারা গ্রুপের মধ্যে জামিয়া শেখ মুহাম্মদ আব্দুল্লাহ হযরতপুর মাদরাসার সুজন মিয়ার ছেলে শাহরিয়ার মাসুম ১ম, সৈয়দপুর জামিয়া এমদাদিয়া মাদরাসার মনির হোসাইন খানের ছেলে মিজান হোসেন ২য়, জামিয়া শেখ মুহাম্মদ আব্দুল্লাহ মাদরাসার খোকন মাতুর ছেলে মুস্তাকিম বিল্লাহ ৩য়, জামিয়া শেখ মুহাম্মদ আব্দুল্লাহ মাদরাসার শহিদ মোল্লার ছেলে শরিফুল ইসলাম ৪র্থ, উত্তর কোলাপাড়ার আশরাফুল উলুম মাদরাসার মুস্তফা শেখের ছেলে ফয়সাল আহমাদ ৫ম, জামিয়া শেখ মুহাম্মদ আব্দুল্লাহ মাদরাসার সুলাইমান কাশেমীর ছেলে সায়াদ ৬ষ্ঠ, হাসাড়া জামিয়া আশরাফিয়া মাদরাসার হাবিবুর রহমানের ছেলে সাখাওয়াত হোসাইন(৭ম) হয় ।

১০ বছরের নিচে হাফেজ ছিগারুল হুফফায গ্রুপের মধ্যে ষোলঘর জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদরাসার সুমনের ছেলে হাসান জামিল ১ম, আল মাদরাসাতুল হাকিমিয়া দারুল উলুম হাতিমারা মাদরাসার মাও. সালমান এর ছেলে মোহাম্মাদ বিন সালমান ২য়, জামিয়া ইসলামিয়া দারুল উলুম রিকাবি বাজার মাদরাসার বজলু প্যাদা এর ছেলে মিরাজুল ইসলাম ৩য়, জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসার মুফতি নাঈমুর রহমান ছেলে লাবিব আব্দুল্লাহ ৪র্থ, আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তফাগঞ্জর মহিউদ্দিন এর ছেলে নাজমুস সাকিব হাসান ৫ম, ষোলঘর জামিয়া ইসলামিয়া আরবিয়া মাদরাসার মোবারক তালুকদারের ছেলে নাদিম তালুকদার ৬ষ্ঠ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুন্সীগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ