Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্তা যাবে মহাকাশে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

আগামী ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইন্স ডে’ থেকেই শুরু হচ্ছে মহাকাশে ভালবাসা ছড়িয়ে দেয়ার প্রয়াস। মহাকাশে ভালবাসার বার্তা পাঠিয়ে এই অভিযানের শরিক হতে পারবেন সকলে। ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের মহাকাশ গবেষণা সংস্থা ‘ভার্জিন গ্যালাক্টিক’-এর পাঠানো মহাকাশযানের মাধ্যমে সেই ভালবাসার বার্তা পৌঁছে দেয়া হবে মহাকাশে।
ভার্জিন গ্যালাক্টিক এই অভিযানের নাম দিয়েছে ‘মেক স্পেস ফর লাভ’। ব্র্যানসনের সংস্থার একটি সূত্র জানাচ্ছে, যে কেউ তার প্রিয়তম বা প্রিয়তমার জন্য ভালবাসার বার্তা লিখে পাঠাতে পারেন। তিনি হতে পারেন যে কোনও মহাদেশের যে কোনও দেশের নাগরিক। জাতপাত, বর্ণ বা লিঙ্গবৈষম্য, বয়স, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক মর্যাদা, কৌলীন্য- কোনওটাই বিবেচ্য নয় সেখানে। গুরুত্ব পাবে শুধুই ভালবাসার বার্তার গভীরতা, ‘ওজন’। ওয়াশিংটনে ভার্জিন গ্যালাক্টিক-এর এক পদস্থ কর্তার কথায়, ‘বহু প্রাণী বা উদ্ভিদের মতোই পৃথিবী থেকে উত্তরোত্তর বিলুপ্ত হয়ে যাচ্ছে ভালবাসা। প্রেম। দিনকে দিন নানা রকমের আর্থ-সামাজিক ও রাজনৈতিক কারণে। যুদ্ধ, প্রতিযোগিতা, হিংসা, বিদ্বেষ, বৈষম্য, বিরোধিতার দৌলতে ভালবাসা তলানিতে এসে ঠেকেছে। মানুষ একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন রোজ। অথচ ভালবাসাই আমাদের বাঁচিয়ে রাখার অন্যতম শক্তি। তাই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, প্রতিরোধ গড়ে তুলতেই এই অভিযানের পরিকল্পনা।’
মহাকাশ বেছে নেয়া হয়েছে মূলত দু’টি কারণে। এক, মহাকাশের কোনও সীমা, পরিসীমা নেই বলে। তা ভালবাসার মতোই অনন্ত, অনাবিল, অতলান্ত। দুই, মহাকাশের ‘রত্মাভান্ডার’ আহরণ করার জন্য যে প্রতিযোগিতা শুরু হয়েছে, সেটা যে একেবারেই ঠিক নয়, মহাকাশ যে আলাদা আলাদা দেশ বা মহাদেশের আকাশ নয়, সকলেরই, এই বার্তা পৌঁছে দেয়াটাও এখন জরুরি হয়ে পড়েছে। আর সেটা শুরু করার জন্য বেছে নেয়া হয়েছে এ বারের ভ্যালেন্টাইন্স ডে-কে। সূত্র : জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ