Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবির হল খোলাসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের

রাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

স্বাস্থ্যবিধি মেনে ফেব্রুয়ারি মাসেই বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খোলাসহ ৫ দফা দাবিতে আন্দোলন করেছেন রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কাগজে কলমে স্বায়ত্ত¡শাসন দেয়া হলেও বাস্তবে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রিত করছে কোনো এক অদৃশ্য শক্তি। স্বায়ত্ত¡শাসন থাকা সত্তে¡ও ক্যাম্পাসের ব্যাপারে কোন ধরনের সিদ্ধান্ত নিজ থেকে নিতে পারছে না রাবি প্রশাসন। শুধু শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া দেশের সব কিছুই চলছে স্বাভাবিকভাবে। এসব সিদ্ধান্ত দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা বলে দাবি করেন শিক্ষার্থীরা।
করোনার ঝুঁকিতে ক্যাম্পাস বন্ধ রাখা অযৌক্তিক দাবি করে তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সবচেয়ে সচেতন নাগরিক। তারা খুব ভালো করেই জানে কিভাবে স্বাস্থাবিধি মানতে হয়। ক্যাম্পাসে স্বাস্থাবিধি মানা যতটা সহজ বাইরে ততটাই কঠিন বলে মনে করেন তারা। শিক্ষর্থীদের ৫ দফা দাবিগুলো হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে ক্যাম্পাস ও হল খোলা চাই, হল ফি মওকুফ চাই, শিক্ষার্থীর সকল ফি ৫০% মওকুফ করতে হবে, অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন বর্ষের পরীক্ষা নিতে হবে ও সিলেবাস কমিয়ে দ্রুত ক্লাস শেষ করতে হবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, পপুলেশন সায়েন্স বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবিদ হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, আরবি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাব্বত হোসাইন মিলন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন বর্ষের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ