বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কর্ণফুলী থানার দৌলতপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩০ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার ভোররাতে বড় ওঠান মীর বাড়ির মৃত মাহমুদুল হকের বাড়িতে এ অভিযান পরিচালানা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শামসুন নাহার ও তার পুত্র এরফানুল হক মারুফ। তাদের দেখানো মতে, সিলভারের পাতিলে ভরে ঘরের খাটের নিচে মাটিতে পুঁতে রাখা ইয়াবার চালান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য এক কোটি ৫৩ লাখ টাকা। র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।
সাতকানিয়া উপজেলা সংবাদদাতা জানান, মাইক্রোবাসে লুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম নেয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে নয় হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়ন জালাল আহমদের পুত্র মোহাম্মদ হোসাইন , উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মীর কাশেমের পুত্র মোহাম্মদ মুবিন ও রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি গ্রামের সুলতান আহমদের পুত্র নুুুরুল আমিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।