Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাকালীন ভালোবাসা দিবসও চলচ্চিত্র শূন্য !

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৬ পিএম

করোনাকালীন অন্যান্য বিশেষ দিবসের মতো চলচ্চিত্র শূন্যতায় পার হবে এবারের ভালোবাসা দিবস। এবার ভালোবাসা দিবসে নেই কোনো নতুন চলচ্চিত্র। বছর শুরুতে একাধিক চলচ্চিত্রের মুক্তির কথা শোনা গেলেও অনিশ্চিত দেখা দিয়েছে ফেব্রুয়ারীতে এসে। প্রতি বছর উৎসবের আমেজে বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পায় নতুন নতুন চলচ্চিত্র। প্রতি বছরের বিশেষ এ দিনে মুক্তির তালিকায় থাকে তারকাবহুল বিগ বাজেটের চলচ্চিত্র। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন।

প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মিয়াঁ আলাউদ্দিন বলেন, 'চলতি মাসে তিনটি চলচ্চিত্র মুক্তির তালিকায় লিপিবদ্ধ হয়েছে। এর মধ্যে ৫ ফেব্রুয়ারী 'রংবাজী', ১২ ফেব্রুয়ারী 'নারী শক্তি' ও ১৯ ফেব্রুয়ারী 'পাগলের জন্য ভালোবাসা'। এ তিনটির কোনোটিই ভালোবাসা দিবসের জন্য নয়। ভালোবাসা দিবসের চেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ দিন, ঈদের মতো বড় উৎসব পার হয়েছে চলচ্চিত্র ছাড়া। এমনিতেই চলচ্চিত্রের অবস্থা ভালো যাচ্ছিল না তার মধ্যে করোনা এসে মন্দাবস্থা আরেকটু বেড়ে গেছে। ভালো মানের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ না হলেও দর্শক সংকট থেকে যাবে। আর হলে দর্শক না এলে সিনেমা হল টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। তবে হল টিকিয়ে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।'

গত বছর আলোচনায় থাকা থ্রিলার চলচ্চিত্র 'ক্যাসিনো' মুক্তির কথা ছিল আসছে ভালোবাসা দিবসে। সৈকত নাসির পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব ও শবনম বুবলী। বিগ বাজেটের সিনেমা ও নতুন এই জুটি নতুন বছরে চমক দেখাবেন বলেই আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন নিরব, বুবলী, তাসকিন প্রমুখ।

ভালোবাসা দিবসে মুক্তির সম্ভাবনায় থাকা আরেক চলচ্চিত্র রায়হান রাফি পরিচালিত 'পরান'। এতে কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, ইয়াশ রোহান ও মিম। গেল বছরের শেষে জানা গিয়েছিল ভালোবাসা দিবসে মুক্তির টার্গেটেই চলচ্চিত্রটি প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ফেব্রুয়ারীর এই সময়ে এসে কোনো তোড়জোড় নেই চলচ্চিত্রটি নিয়ে। করোনার কারণে এই সময়ে 'ক্যাসিনো' ও 'পরান' কোনোটিই মুক্তির বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। চলচ্চিত্র দুটির সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও ভালোবাসা দিবসে মুক্তির বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, 'এখন পর্যন্ত কোনো আবেদন নেই। মুক্তির জন্য অনেকগুলো চলচ্চিত্র প্রস্তুত থাকলেও ভালোবাসা দিবসের জন্য কোনো সাড়া পাচ্ছি না। তবে সময় আছে হয়তো এর মধ্যে আবেদন আসতেও পারে।'

গেল বছরের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তির তালিকায় ছিল শাকিব খান অভিনীত 'বীর', আশরাফ শিশির পরিচালিত 'আমরা একটি সিনেমা বানাব' এসডি রুবেলের 'বৃদ্ধাশ্রম' এবং রফিক শিকদারের 'হৃদয় জুড়ে'। কিন্তু শেষমেষ মুক্তি পেয়েছিল কেবল একটি মাত্র চলচ্চিত্র 'বীর'। কাজী হায়াত পরিচালিত এ চলচ্চিত্রটি দেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এবার একটিও নয়। তবে কী এবার চলচ্চিত্র শূন্যতায় বিশেষ এ দিনটি পার হবে? এমন প্রশ্নের জবাবে খসরু বলেন, 'আসলে কারোনার কারণে তো আমাদের অনেক বড় বড় উপলক্ষ বা বিশেষ দিন নীরবে চলে গেছে। ঈদের বড় দুটি উৎসব, দুর্গাপূজাসহ কয়েকটি বিশেষ দিন পার হয়েছে চলচ্চিত্র ছাড়া। এখন জানি না ভালোবাসা দিবসে কেমন হবে।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ