Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম নারী প্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

প্রথম নারী হিসাবে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান হলেন আফ্রিকান বংশোদ্ভ‚ত নগোজি ওকোঞ্জো-আইওয়েলা। শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিদ্ব›দ্বী প্রার্থী নিজেকে প্রত্যাহার এবং আগের অবস্থান থেকে যুক্তরাষ্ট্র সরে আসার পর তিনি এই পদে নিযুক্ত হন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ওকোঞ্জোর প্রার্থিতা আটকে দিয়েছিল। এর ফলে কয়েক মাস ধরে বিশ্ব বাণিজ্য সংস্থার পরবর্তী নেতৃত্ব নিয়ে সংশয় তৈরি হয়। শুক্রবার এক বিবৃতিতে ওকোঞ্জো-আইওয়েলার প্রতি নিজেদের দৃঢ় সমর্থন ব্যক্ত করে যুক্তরাষ্ট্র। বিশ্ব ব্যাংক ও নাইজেরিয়ার অর্থ মন্ত্রণালয়ে তার কাজের অভিজ্ঞতার প্রশংসা করা হয় বিবৃতিতে। দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো মাইয়ুং-হি ছিলেন চূড়ান্ত আট প্রার্থীদের একজন। কয়েক মাসের কূটনৈতিক চাপের পর শুক্রবার তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। এরপর যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভের কার্যালয়ও জানায় যে, তারা ওকোঞ্জো-আইওয়েলার সঙ্গে কাজ করতে প্রস্তুত।

ওকোঞ্জো-আইওয়েলা এর আগে আফ্রিকার দেশ নাইজেরিয়ার অর্থ মন্ত্রী ছিলেন। ডব্লিউটিও’র প্রধান হিসাবে নিয়োগ চূড়ান্ত হওয়ার পরে জানিয়েছেন, তিনি প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য মুখিয়ে আছেন। তিনি বলেন, এক সঙ্গে কাজ এগিয়ে নেয়া গুরুত্বপূর্ণ। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ