পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিশেষ অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল রোববার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, কোভিড মহামারীতে সারা বিশ্ব যখন স্থবির হয়ে পড়েছিল তখন আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ কিন্তু স্থবির হয়নি। বাংলাদেশের অগ্রযাত্রা সমানতালে চলেছিল। বর্তমানে কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ একটা বিশেষ অবস্থানে চলে এসেছে। যার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম অবস্থায় আমরা এ রোগ সম্পর্কে কিছুই জানতাম না। সবার ভেতরে কিন্তু একটা আতঙ্ক ছিল। আজকে কিন্তু সেই জায়গাটা নাই। আমাদের ডাক্তারেরা অকাতরে প্রাণ দিয়েছেন। আমাদের নিরাপত্তা বাহিনীসহ ফ্রন্ট লাইনে যারা ছিলেন, সকলে সহযোগিতা করেছিলেন বলে কোভিড নিয়ন্ত্রণে আমরা সক্ষম হয়েছি। আমাদের হাসপাতালগুলো যেমন চালু রয়েছে, তেমনি ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির মাধ্যমে করোনা মোকাবেলা করতে চাচ্ছি আমরা। প্রধানমন্ত্রী সেজন্য কয়েক কোটি ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। রোববার থেকে সারাদেশব্যাপী এ কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডা. মো. এনামুর রহমাম, উপ-পরিচালক ডা. মো. সাঈদুর রহমান এবং অধ্যাপক এবিএম মাসুদুল আলম প্রমূখ।
তিনটি হাসপাতালে কোভিড- ১৯ ভ্যাকসিন প্রদান উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল এবং ন্যাশনাল ইউনিস্টিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজিতে উদ্বোধন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।