বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর বন্দর থানার কাস্টম ব্রিজ এলাকায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার তাদের গ্রেফতারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
গ্রেফতার তিনজন হলেন- ভোলা জেলার বেলুমিয়ার চর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে জামাল হোসেন (৩০), দৌলতখান থানার চরপাতা এলাকার আবদুল জলিলের ছেলে মো. মানিক (২৪) ও ভেদুরিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. মনির হোসেন (২০)।
গণধর্ষণের শিকার ওই তরুণীর বয়স ২১ বছর। তিনি একজন গার্মেন্টস কর্মী। পুলিশ জানায়, শুক্রবার রাতে স্বামীকে নিয়ে বন্দর এলাকায় দোকান দেখতে যান ওই গার্মেন্টস কর্মী। তারা হেঁটে কাস্টম ব্রিজ এলাকায় পৌঁছলে কয়েকজন যুবক তার স্বামীকে আটকে রেখে তাকে তুলে নিয়ে যায়। পাশের একটি ঝুপড়ি ঘরে নিয়ে তাকে দলবেঁধে ধর্ষণ করে দুর্বৃত্তরা। এ সময় তার স্বামীকে দূরে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) অলক বিশ্বাস জানান, কাস্টম এলাকায় শুক্রবার রাতে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ওই তরুণী থানায় এসে অভিযোগ দেন। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তিনজন ওই তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।