বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদটি প্রায় এক বছর ধরে রয়েছে শূন্য। ফলে বিঘœ ঘটছে চলমান শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন কাজ নিয়ে। নির্মাণ কাজের প্রাক্কালন অনুমোদন কাজের সময় বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে ঠিকাদারদের যেতে হচ্ছে ঢাকায় শিক্ষা অধিদফতরের প্রধান কার্যালয় শিক্ষা ভবনে। করোনাকালে ঢাকায় যাতায়াত হোটেল খরচসহ বিভিন্ন ব্যায়ের কারণে বিপাকে পড়েছে ঠিকাদাররা।
চাঁপাইনবাবগঞ্জের ঠিকাদার ফিরোজ কবিরসহ রাজশাহীর অন্য ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করে বলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাজশাহীতে না থাকায় চলমান কর্মকান্ড সচল রাখার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তাদের মাসে দু-তিনবার করে ঢাকায় যেতে হচ্ছে। রাজশাহী সার্কেল অফিসে তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকলে তাদের অর্থের অপচয় আর কষ্ট পোহাতে হতো না।
জানাগেছে, শুধু রাজশাহী নয় খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদটিও খালি রয়েছে। নির্বাহী প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ দুটি পূরণ করার বিষয়টি রহস্যজনক কারণে। রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম রেজা বলেন, গত ১ আগস্ট আমার পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ ইচ্ছে করলেই পদোন্নতি দিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদে পদায়ন করতে পারেন। তাছাড়া পদোন্নতির বিষয়টা উর্ধ্বতন কর্তৃপক্ষের এখতিয়ার। এনিয়ে আমার কোন অভিযোগ নেই। আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি। নতুন দায়িত্ব দেয়া হলেও তা অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।