Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-টেনে চ্যাম্পিয়ন নর্দান ওয়ারিয়র্স

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৪৫ পিএম

শর্টভার্সন ক্রিকেটের নতুন সংস্করণ টি-টেন লিগে চ্যাম্পিয়ন হয়েছে নর্দান ওয়ারিয়র্স। শনিবার রাতে আবুধাবিতে অনুষ্ঠিত একপেশে ফাইনালে তারা ১০ বল হাতে রেখে দিল্লি বুলসকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিলো।

টস জিতে ক্যারিবিয়ান ব্যাটসম্যান ডোয়াইন ব্র্যাভোর দল দিল্লি বুলসকে প্রথমে ব্যাট করতে পাঠায় আরেক ক্যারিবিয়ান নিকোলাস পুরানের দল নর্দান। ব্যাটিংয়ে নেমে দিল্লির কোনা ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি ওয়ারিয়র্স পবালারদের সামনে। ফলে নির্ধারিত ১০ ওভার শেষে ৯ উইকটে হারিয়ে দিল্লি তোলে মাত্র ৮১ রান। তাদের সর্বোচ্চ ২১ রান আসে মোহাম্মদ নবি’র ব্যাট থেকে। ১০ বল খেলেছিলেন তিনি। এছাড়া ১৩ রান করেন রহমতুল্লাহ গুরবাজ, ১০ রান করেন এভিন লুইস। বাকিদের রান দুই অংকের ঘরে যায়নি। ওয়ারিয়র্সের লঙ্কান অখ্যাত এক বোলার মাহিস থিকসানা নেন ৩ উইকেট। জুনায়েদ সিদ্দিকি ও ধনঞ্জয়া লক্ষণ নেন দু’টি করে উইকেট।

জবাব দিতে নেমে নর্দান ওয়ারিয়র্সের দুই ওপেনার দারুণ শুরু করেছিলেন। তবে ৯ বলে ১২ রান করে নিকোলাস পুরান আউট হয়ে যান। এরপর দলীয় ৬২ রানের মাথায় আউট হন ওয়াসিম মুহাম্মদ। ২২ বলে ২৭ রান করেন তিনি। এর আগে এক ম্যাচে ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ওয়াসিম। ওয়াসিম মুহাম্মদ আউট হয়ে গেলেও বাকি কাজ অনায়াসে সারেন লেন্ডল সিমন্স এবং রোভম্যান পাওয়েল। শেষ পর্যন্ত ৮.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নর্দান ওয়ারিয়র্স। এর আগে ২০১৮ সালেও একবার চ্যাম্পিয়ন হয়েছিল এই ফ্রাঞ্চাইজিটি দলটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ