প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী সায়ানি গুপ্ত জানিয়েছেন চরিত্রের জন্য তিনি বেশি মেক-আপ না নেয়াই পছন্দ করেন। তার এই অগ্রাধিকার কাজে লেগেছে ‘শেইমলেস’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। কিথ গোমেজ পরিচালিত থ্রিলার কমেডি চলচ্চিত্রটিতে সায়ানি একজন ডেলিভারি পারসনের ভূমিকায় অভিনয় করবেন। কঠিন অবস্থায়ও দয়াশীলতার প্রয়োজনীয়তা নিয়েই চলচ্চিত্রটি নির্মিত হবে। এছাড়া সামাজিক মাধ্যম এবং প্রযুক্তির কারণে মানুষ যে একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে এই ধারণাটিও ফিল্মে গুরুত্ব পাবে। “আমি ‘শেইমলেস’ চলচ্চিত্রে এমন এক মানুষের ভূমিকায় অভিনয় করেছি যাদের সচরাচর সব জায়গায় দেখা যায়, এরা সবসময় মানুষের চাহিদা মেটাবার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। আমার চরিত্রটি মফস্বল থেকে আগত এক মানুষের যে পিতজা ডেলিভারির কাজ করে। নিজেকে আর পরিবারের জন্য তাকে এই কাজটি করতে হয়,” সায়ানি বলেন। “পোশাক আর মেক-আপের জন্য যতটা কম পরিশ্রম করা যায় তাই করেছি আমরা। ফিল্মটি দেখলে বোঝা যাবে এই চরিত্রের মানুষটি প্রতিদিন ঘরে ঘরে পিতজা পৌঁছে দেয় যার আসলেই মেক-আপ নেয়ার সময় নেই,” সায়ানি বলেন। তিনি আরও বলেন,” অভিনয়শিল্পী হিসেবে চরিত্রের প্রয়োজন ছাড়া আমি বেশি মেক-আপ নেয়া পছন্দও করি না।” ‘শেইমলেস’ ফিল্মটিতে আরও অভিনয় করেছেন হুসেন দালাল। চলচ্চিত্রটিতে আসন্ন অস্কারে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।