পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, সরকার নতুন উদ্যোক্তা সৃষ্টি করছে। তারাই ৪র্থ ও ৫ম শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে দেশ এবং অর্থনীতিকে এগিয়ে নেবেন। তিনি গতকাল শনিবার চিটাগাং চেম্বারে ‘ফিউচার অব বিজনেস লিডারশীপ’ শীর্ষক দুই দিনের কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিটি ব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার এন রাজা শেখারণ (শেখার) অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাংক এনএর সহযোগিতায় দেশের অন্যতম প্রাচীন বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) ও বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)’র যৌথ উদ্যোগে এ কর্মশালা নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের রফতানিমুখী ও পাবলিক লিমিটেডসহ মোট ১৪টি কোম্পানী থেকে ১৭জন ব্যবসায়ী নেতা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। এসব প্রতিষ্ঠান প্রায় ৬০ হাজার সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করে থাকে। আইবিএ’র পরিচালক প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার মুখ্য সমন্বয়ক হিসেবে কর্মশালা পরিচালনা করেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস’র ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী জেনারেল ট্রানজিশন অব লিডারশীপ বিষয়ে বক্তব্য রাখেন। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের ড. হিল্লোল বালা ডিসরাপ্টিভ টেকনোলজি অ্যান্ড ডিজিটালাইজেশন বিষয়ে আলোচনা করেন।
চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার জাতীয় স্বপ্ন বাস্তবায়নে সরকারি প্রচেষ্টার সম্পূরক হিসেবে চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃত্বকে আরও শক্তিশালী করতে চিটাগাং চেম্বার এই উদ্যোগ গ্রহণ করেছে। অনুষ্ঠানে চিটাগাং চেম্বারের পরিচালক এস এম আবু তৈয়ব, মো. শাহরিয়ার জাহান, সালমান হাবীব, ইঞ্জিনিয়ার মনোয়ার শাহাদাত, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।