Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেট্রোর প্রথম ট্রেন

২৩ এপ্রিল দেশে আসছে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইনটিতে চলাচলের জন্য ২৪ সেট ট্রেন কেনা হচ্ছে। দুপাশে দুটি ইঞ্জিন আর চারটি কোচের সমন্বয়ে ট্রেনের সেটগুলো তৈরি করা হচ্ছে জাপানে। এরই মধ্যে প্রস্তুত হয়েছে পাঁচ সেট ট্রেন, যার প্রথমটি জাপানের ওবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার সম্ভাব্য তারিখ ২০ ফেব্রুয়ারি। বাংলাদেশের মোংলা বন্দর থেকে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে ট্রেনটি এসে পৌঁছতে পারে ২৩ এপ্রিল। এসব তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।
একজন কর্মকর্তা জানান, বাংলাদেশে আনার আগে ডিএমটিসিএলের একটি বিশেষজ্ঞ দলের জাপান গিয়ে ট্রেনগুলো পরীক্ষার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে বিকল্প হিসেবে তৃতীয় পক্ষের মাধ্যমে ট্রেনগুলো পরিদর্শন করেছে কোম্পানিটি। ডিএমটিসিএলের পক্ষে ট্রেনগুলো পরিদর্শন করেছে জাপান ইন্টারন্যাশনাল কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। পরিদর্শন কার্যক্রম ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যবেক্ষণ করেছেন ডিএমসিএলের কর্মকর্তারা।
মেট্রোরেল কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, সাধারণত একটি মেট্রো ট্রেন বাংলাদেশে আনার আগে পাঁচ ধরনের পরীক্ষা করতে হবে। আর দেশে আনার পর আরো ১৪ ধরনের পরীক্ষা করতে হবে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে আনার পর সবগুলো পরীক্ষা করা হবে। এরপর শুরু হবে ট্রায়াল রান। অন্তত ছয় মাস ট্রায়াল রান করার পর যাত্রী পরিবহন শুরু করা যাবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলোয় দেশে চলে আসবে। দ্বিতীয় সেট ট্রেনটি জাপান থেকে ১৫ এপ্রিল রওনা হওয়ার কথা রয়েছে। সেটি ঢাকায় পৌঁছাতে পারে ১৬ জুন। আর তৃতীয় ট্রেনটি ১৩ জুন রওনা হয়ে ১৩ আগস্ট পৌঁছাতে পারে। ট্রেনগুলো প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে ট্রায়াল রান দ্রুত শুরুর কথা জানান তিনি। বলেন, মেট্রোরেলের ট্রেনের ট্রায়াল রান শুরু করার জন্য ন্যূনতম তিনটি স্টেশন প্রস্তুত করে রাখতে হয়। সেখানে আমরা পাঁচটি স্টেশন এরই মধ্যে প্রস্তুত করে ফেলেছি। ডিপো এলাকায় ট্রেনগুলো রাখা ও রক্ষণাবেক্ষণের জন্যও পর্যাপ্ত অবকাঠামো গড়ে তোলা হয়েছে।



 

Show all comments
  • তানিয়া ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১:৫৫ এএম says : 1
    Joy bangla joy Sheikh Hasina
    Total Reply(0) Reply
  • Ariful islam Robin ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১:৫৬ এএম says : 0
    দেশ আরো এগিয়ে যাক দোয়া করি
    Total Reply(0) Reply
  • Sajeeb Khan ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১:৫৬ এএম says : 0
    Masha allah
    Total Reply(0) Reply
  • Aiyub Rahman ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১:৫৭ এএম says : 1
    এনে লাভ কি! মেট্রো কবে চালু হবে তার ঠিক নাই!! মরিচা আর নষ্ট হবে। বরং চালুর আগে নতুন করে রেল কেনার একটা সুযোগ হবে!
    Total Reply(0) Reply
  • MD Moazzem Hossain ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১:৫৭ এএম says : 1
    লাইন ঠিক করে নাই আগেই ট্রেন আনার তোরজোর
    Total Reply(1) Reply
    • Mohammed Khalique ৭ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৫৮ এএম says : 0
      I are really a blind man. Where a train needed to come on service after Six month trial. You like to complete the lines firs and then bought the train. Do you understand?
  • Bishojite Podder ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১:৫৮ এএম says : 1
    এগিয়ে চলি ডিজিটাল সোনার বাংলাদেশে
    Total Reply(0) Reply
  • Moynul Islam ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১:৫৮ এএম says : 1
    এগিয়ে যাও বাংলাদেশ তোমার উন্নতির শেষ চূড়ায় যাহা বঙ্গবন্ধুর স্বপ্ন এবং প্রচেষ্টা ছিলো।
    Total Reply(0) Reply
  • Md Ataur Rahman ৭ ফেব্রুয়ারি, ২০২১, ৬:১১ এএম says : 0
    Thank,s shake Hasina.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেট্রো


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ