Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংস্কৃতি অঙ্গণের ৬ ব্যক্তিত্ব একুশে পদক পাচ্ছেন

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

এ বছর শিল্প ও সংস্কৃতিতে অবদান রাখায় একুশে পদক পাচ্ছেন ৬ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। গত বৃহ¯পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অসীম কুমার দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাম ঘোষণা করা হয়। ৬ সাংস্কৃতিক ব্যক্তিত্ব হচ্ছেন, সংগীতে পাপিয়া সারোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও সুজাতা, অভিনয়-নির্দেশনায় আহমেদ ইকবাল হায়দার, নির্মাণে সৈয়দ সালাউদ্দিন জাকী এবং আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায়। রাইসুল ইসলাম আসাদ বলেন, ‘নি:সন্দেহে ভীষণ ভালো লাগছে। রাষ্ট্রীয় স্বীকৃতি বিশাল ব্যাপার। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। মুক্তিযুদ্ধের চেতনার সাথে যারা মনেপ্রাণে সম্পৃক্ত তাদের জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথযাথ সম্মান দিয়ে আসার চেষ্টা করছেন। এটাও ভালো লাগার বিষয়। রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছি, তাতে আমার এবং আমার পরিবারে আনন্দ বইছে। একুশে পদকপ্রাপ্তিতে আমি ভীষণ খুশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একুশে-পদক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ