Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ায় কোটি টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৩৯ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কোটি টাকার মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধার করা মাদকের মধ্যে হলো ৫০০ গ্রাম হেরোইন, ১ হাজার ৪৪৭ বোতল ফেনসিডিল, ৮৭৫ বোতল মদ, ৫ হাজার ৪৭৩ পিস্ ইয়াবা ট্যাবলেট এবং ৮ কেজি ৩০০ গ্রাম গাজা।

উদ্ধার করা মাদকের মূল্য ৯৩ লাখ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফরহাদ হারুন চৌধুরী জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত ভারত সীমান্ত সংলগ্ন বিজিবি‘র বিওপি ক্যাম্পের টহলরত সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট, গাজা ও মদ উদ্ধার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ