রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাসপাতালের সব বিভাগের রুম বন্ধ করে ডাক্তারদের সভা করার ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দূরদূরান্ত থেকে এসে চিকিৎসা না পেয়ে ফিরে গেল রোগীরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটে এ ঘটনা। হঠাৎ করে এ ঘটনায় বিড়ম্বনার স্বীকার হয় উপজেলার শিশু-কিশোর ও বৃদ্ধ রোগীরা। বরইভিটা গ্রাম থেকে আসা সুমাইয়া বেগম জানান, আমি পাঁচ মাসের বাচ্চা নিয়ে ১ ঘণ্টা অপেক্ষা করছি। কোনো ডাক্তার নেই সব রুম তালা দেওয়া। আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট থেকে আসা ৭০ বছরের বৃদ্ধা রোকেয়া জানান, ২ ঘণ্টা হয় এসেছি সবুজ ডাক্তারকে দেখাব বলে, কিন্তু কোনো ডাক্তারই তো নেই। কলাবাড়ীর ইউনিয়নের কাফুলাবাড়ী গ্রাম থেকে এসেছেন জয়দেব বৈরাগী। তিনি জানান, বাচ্চা নিয়ে খুব বিপদে পড়েছি। কারণ ২ ঘণ্টা ধরে কোনো ডাক্তার পাচ্ছি না এবং চিকিৎসা না পেয়ে সকাল থেকে অপেক্ষা করে অনেক রোগীই ফিরে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সরেজমিন ঘুরে দেখা যায় টিকিট কাউন্টার ডিসপেনচারি, এক্সরে, আবাসিক মেডিকেল অফিসার, গাইনি, শিশু বিভাগসহ উপজেলা প.প. স্বাস্থ্য কর্মকর্তা ও আরএমওর রুমে তালা ঝুলানো রয়েছে। সমাজসেবক রাকিবুল ইসলাম রকিব বলেন, সব বিভাগ বন্ধ করে ডাক্তাররা সভা করবেন রোগীরা হয়রানির স্বীকার হবে, সেবা পাবে না এটা অত্যন্ত অমানবিক। জানা গেছে, ডাক্তাররা সকাল থেকেই সব কার্যক্রম বন্ধ করে সভা করায় ব্যস্ত রয়েছেন। এ ছাড়াও হাসপাতালে ডাক্তাররা সময়মতো না থেকে অধিক অর্থের লোভে বাইরে গিয়ে ক্লিনিকে ও চেম্বারে রোগী দেখার দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। তাছাড়া কর্মচারীদের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ আগে থেকেই উঠে আসছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প.প. কর্মকর্তা ডা. প্রেমানন্দ ম-ল বলেন, শুধু জরুরি বিভাগ খোলা। ডিজি মহোদয়ের নির্দেশে আমরা এখানে এসেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।