Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট আহত ২ আটক ১

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা

কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও দুইজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ফারুক হোসেন নামের এক যুবককে আটক করেছে। গতকাল মঙ্গলবার সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার বাতিসা ইউনিয়নের পাড়াগ্রাম মধ্যম পাড়ায় শনিবার রাতে মনির হোসেনের বাড়িতে তালা ভাঙার আওয়াজে পাশ্ববর্তী বাড়ির রিপন মোল্লার ঘুমের ব্যাঘাত ঘটে। এতে ক্ষীপ্ত হয়ে রিপন মোল্লা গভীর রাতে একদল যুবককে নিয়ে মনির হোসেনের বাড়িতে গিয়ে হুমকি ধমকি দেয়। গত রোববার রিপনের নেতৃত্বে একদল যুবক স্থানীয় বাজারে মনিরের ভাই ছালেহ আহমদ ও কামরুল ইসলামকে পিটিয়ে আহত করে। পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে সোমবার বিকেলে রিপনের নেতৃত্বে অর্ধশতাধিক যুবক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মনির হোসেন ও তার ভাই নাছিরের ঘর এবং ঘরের ভিতরের আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়াও যুবকরা উভয় ঘরে থাকা দেড় ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৮০ হাজার টাকা, চারটি মোবাইল সেট ও তিনটি টর্চ লাইট লুটে নেয়। খবর পেয়ে সোমবার রাতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমান, থানার ওসি আবুল ফয়সল ও পৌর মেয়র মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ ঘটনার সাথে জড়িত পার্শ্ববর্তী বাড়ির জয়নাল মিয়ার ছেলে ফারুক হোসেনকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী নাছিরের স্ত্রী সাথী বেগম বাদি হয়ে আটককৃত ফারুক, মূলহোতা রিপন মোল্লা ও বখাটে শাহীন মিয়াসহ ১৭ জনের উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই ইব্রাহিম মিয়া জানান, হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। এক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট আহত ২ আটক ১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ