বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সখিপুর উপজেলার কীর্ত্তনখোলা হাজীর বাজার বাপ্পী স্টোর নামের মুদি দোকানের শাটারের ৪টি তালা ভেঙ্গে চুরি। আনুমানিক নগদ টাকাসহ প্রায় ২ লাখ ৫০হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
দোকান মালিক সাইফুল জানান, ১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১.৩০ মিনিটে দোকান বন্ধ করে বাড়িতে ঘুমাতে যাই। সকালে এসে দেখি দোকানের তালা ভাঙ্গা, ভিতরে প্রবেশ করে দেখি ক্যাশে হতে নগদ টাকা ও বিভিন্ন ব্যান্ডের পণ্য চুরি করে নিয়ে গেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে।
এছাড়া সখিপুর জেলখানা মোড় সৈনিক ফার্মেসী থেকে তালা কেটে ওষুধ ও কাঁচা বাজারে তালা কেটে এক দোকান থেকে অটোরিক্সার কয়েকটি ব্যাটারী চুরি হয়েছে এবং কয়েকটি বাসা বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, চুরির ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।