Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরের ভ্যানচালক সিয়াম হত্যার রহস্য উদঘাটন : গ্রেফতার ২

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৩০ পিএম

ময়মনসিংহের তারাকান্দায় ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের কাকনী নামক স্থানে ফুলপুরের ইছবপুর মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র কিশোর সিয়াম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে ডিবি পুলিশ। ভ্যান ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ডিবি পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।গ্রেফতারকৃতরা হলো ফুলপুর উপজেলার বড় শুনই চক হরিরামপুরের খাইরুল ও মিজানুর রহমান মেজু। তাদেরকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের ইছবপুর মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র মো. সিয়াম। সে পড়ালেখার পাশাপাশি অর্থ উপার্জনের জন্য ভাড়ায় ব্যাটারিচালিত ভ্যান চালাত। গত শুক্রবার (৩০ জানুয়ারী) দুপুরে সে ভ্যান নিয়ে বের হয়। কিন্তু রাতে সে বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের লোকজন তার সন্ধান পাননি। শনিবার সকালে তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের কাকনী নামক স্থানে কাটালিবাজার সেতুর নিচে সিয়ামের লাশ পাওয়া যায়। এ ঘটনায় শনিবার বিকেলে সিয়ামের বাবা মকবুল হোসেন বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেন। মামলার পর তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। ডিবি পুলিশ প্রযুক্তির সহায়তায় সিয়াম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকার কেরানীগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তার করে।পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ঘটনার দিন ফুলপুর থেকে ভিকটিমের ভ্যান ২০০ টাকায় ভাড়া ঠিক করে তারাকান্দা নিয়ে যায়। সারাদিন তাকে নিয়ে তারাকান্দা এলাকায় ঘুরাফেরা করে। সন্ধ্যারপর ঘটনাস্থলে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের কাকনী নামক স্থানে নিয়ে একপর্যায়ে কৌশলে সিয়ামকে শ্বাসরোধে হত্যা করে এবং লাশ ব্রীজের নীচে ফেলে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে ময়মনসিংহে পাটগুদাম রেলির মোড় রতনের গ্যারেজে ৫ হাজার ৯০০ টাকায় ভ্যান বিক্রি করে টাকা নিয়ে সেখান থেকে ঢাকার কেরানীগঞ্জে পালিয়ে যায়।

জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সিয়াম হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে। সিয়াম হত্যায় জড়িত দুই কিশোরের সঙ্গে ছিনতাই হওয়া ভ্যানের ক্রেতা রতন কুমার সাহাকেও গ্রেপ্তার করেছে পুলিশ এবং সিয়ামের ভ্যান রতন কুমার সাহার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ