Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

‘স্পেন্সার’-এ প্রিন্সেস ডায়নার ভূমিকায় ক্রিস্টেন স্টুয়ার্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ৩:২৭ পিএম
সময়টা ১৯৯১ সাল। স্যান্ড্ররিংহাম এস্টেটে ক্রিসমাসের ছুটি কাটাতে গিয়েছেন প্রিন্সেস ডায়না। বলা হয়, এই উইকএন্ডেই প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই বিতর্কিত সপ্তাহকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে ‘স্পেন্সার’। ছবিটি পরিচালনা করছেন 'নেরুদা' খ্যাত পরিচালক পাবলো ল্যারেইন। ছবির খুঁটিনাটি গোপনে রাখার চেষ্টাই করা হয়েছিল প্রথম থেকে। শোনা যাচ্ছিল, 'টোয়াইলাইট' খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টকেই দেখা যাবে ডায়নেস্টি ডি-র ভূমিকায়।
 
জানুয়ারি থেকেই শুরু হয়েছে শুটিং। তবে কাস্টিং নিয়ে পরিচালক মুখ খোলেননি। এদিকে মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্রিস্টেন স্টুয়ার্টের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনরা রীতিমতো অবাক। স্টুয়ার্ট যেন অবিকল ডায়না! কখনও জানালার পাশে দাঁড়িয়ে ব্যাগ ছুঁড়ে দিচ্ছেন। কখনও আবার লাল কোট এবং সিগনেচার কালো হ্যাট মাথায় তাকিয়ে আছেন জানালার বাইরে। লুকের পাশাপাশি চোখের চাউনি, ভঙ্গিমা সবটাই কিন্তু ডায়নার মতো। এহেন ট্রান্সফরমেশনের জন্য অনেকেই তারিফ করছেন অভিনেত্রীর।
 
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য ক্রাউন’-এর জনপ্রিয়তার সুবাদে ব্রিটিশ রাজপরিবারের অন্দরমহলের খুঁটিনাটি এখন ‘টক অব দ্য টাউন।’ সারাবিশ্ব চর্চা করছে এ নিয়ে। ওই বিতর্কিত সিরিজে মূলত কুইন এলিজাবেথ দ্য সেকেন্ডের সিংহাসনে বসা থেকে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে তার বিবাদ পর্যন্ত সবটাই দেখানো হয়েছে।
 
ডায়ানার অংশ চতুর্থ সিজনে এসেছে বটে। তার সঙ্গে প্রিন্স চার্লসের বিবাদও দেখানো হয়েছে ওই সিরিজে। চার্লস কীভাবে ক্যামিল্লার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ছেন তাও দেখিয়েছেন শো নির্মাতারা। তবে ডায়ানার সঙ্গে চার্লসের বিবাহ বিচ্ছেদ কিংবা ডোডি ফায়াদের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ার ঘটনার খুঁটিনাটি এখনও প্রকাশ্যে আসেনি। প্রকাশ্যে আসেনি ১৯৯৭ সালের ৩১ আগস্টের দুর্ঘটনা।
 
স্পেন্সার ছবিতে কিন্তু দেখা যাবে ডায়ানার মর্মান্তিক পরিণতি। জানা গিয়েছে, এ বছরের শেষ দিকে মুক্তি পাবে ছবিটি। তবে ছবির চিত্রনাট্য বা বাকি কাস্টিং নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে নারাজ প্রযোজকরা। রাজপরিবারের গোপনীয়তাকে কেন্দ্র করে তৈরি ছবির কথা খানিকটা গোপনেই রাখতে চান নির্মাতারা। তবে এদিন ক্রিস্টেন স্টুয়ার্টের ছবি নিয়ে মারাত্মক উন্মাদনা সৃষ্টি হয়েছিল নেট পাড়ায়। ওই ছবি যে বক্স অফিসে সাড়া ফেলবে সে বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞ মহল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিন্সেস ডায়না
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ