Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেঘনায় ১৫৯ টন চাল নিয়ে বলগেটডুবি

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

হাতিয়া মেঘনা নদীতে চালবাহী একটি বলগেট ডুবির ঘটনা ঘটেছে। এতে বলগেটটিতে থাকা ১৫৯ টন চাল ও ৫০ টি গ্যাস সিলিন্ডার ডুবে গেছে। তবে হতাহত বা নিখোঁজে ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বলগেটের মাঝি কবির হোসেন। গতকাল বৃহস্পতিবার সকালে মেঘনা নদীর কেরিংচর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে ৯২৪০বস্তা চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে আল্লার দান নামের একটি বলগেট মেঘনা নদীর চেয়ারম্যানঘাট থেকে তমরদ্দি ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। সকাল ৭টার দিকে কেরিংচর এলাকার তীর দিয়ে যাবার সময় নদীতে বিধ্বস্ত একটি ভাঙা পুলের সাথে ধাক্কা লেগে বলগিটটি কাত হয়ে ডুবে যায়। নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. একরাম উল্যা জানান, জেলা শহরের দত্তেরহাটের সাবেক তাজু কমিশনার ডিলার হাতিয়ার সরকারি খাদ্যগুদামে দীর্ঘদিন যাবত চাল সরবরাহ করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলগেটডুবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ