Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদ অপসারণে খেলাফত আন্দোলনের উদ্বেগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ৮:২৭ পিএম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী এক বিবৃতিতে আজিমপুর চৌরাস্তা সংলগ্ন ৫০ বছর পূর্বে নির্মিত মসজিদ এবং ধানমন্ডি লেক পার্কে আর রহমান জামে মসজিদ ২টি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভাঙচুর ও অপসারণে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মসজিদ কারো ব্যক্তিগত সম্পদ নয়।

এটা গণমানুষের ইবাদতের স্থান। আল্লাহর ঘর মসজিদ উচ্ছেদ ধর্মপ্রাণ মানুষ বরদাশত করবে না। মসজিদে হাত দিয়ে আল্লাহতাআ'লার গজব ডেকে আনা হচ্ছে। তিনি বলেন, আল্লাহর ঘর পবিত্র মসজিদ উচ্ছেদ অপসারণ ও স্থানান্তর করা যায় না। যে স্থানে মসজিদ নির্মিত হয়, সেই জায়গাটি কেয়ামত পর্যন্ত মসজিদের মতো সম্মান ও পবিত্রতার সাথে সুরক্ষিত রাখা অপরিহার্য। আর এ জন্যই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করে রাজধানীর সোবহানবাগ মসজিদ যথাস্থানে সুরক্ষিত ও সুপ্রতিষ্ঠিত রেখেছিলেন।

মাওলানা হামিদী গণমানুষের কল্যাণে মুসলমানদের ইবাদতের জন্য সরকারি জায়গায় নির্মিত মসজিদ না ভেঙে তার বৈধতা দিয়ে বঙ্গবন্ধুর অনুকরণ করার জন্য তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খেলাফত আন্দোলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ