Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঞ্চে শতাব্দী ওয়াদুদের তিন যুগ

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৮ এএম

অভিনেতা শতাব্দী ওয়াদুদের অভিনয় শুরু মঞ্চ নাটকের মাধ্যমে। ১৯৮৫ সালে ‘আর্তনাদ থিয়েটার’র শিশু বিভাগে শহীদুল আলম সাচ্চুর নির্দেশনায় ‘টোকাই’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে মঞ্চে শতাব্দীর অভিনয়ে যাত্রা শুরু। এই দলের হয়ে অনেক মঞ্চ নাটকে অভিনয় করে ১৯৯৬ সালে দল ত্যাগ করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে ‘প্রাচ্যনাট’এ যোগ দেন। এই দলের হয়েও অনেক মঞ্চ নাটকে অভিনয় করেন তিনি। সর্বশেষ এই দলের ‘রাজা এবং অন্যান্য’ নাটকে অভিনয় করেন। এ হিসেবে মঞ্চে তার পথচলা তিন যুগ ধরে। টিভি নাটকে ছোটবেলায় প্রথম অভিনয় করেন মনসুরুল আজিজের রচনা ও খ ম হারুনের পরিচালনায় ‘শঙ্কিত পদযাত্রা’ নাটকে। পরিণত বয়সে টিভি নাটকে প্রথম অভিনয় করেন ১৯৯৯ সালে নূরুল আলম আতিক পরিচালিত ‘সাইকেলের ডানা’ নাটকে। তখন থেকেই পেশাদার অভিনেতা হিসেবে তার যাত্রা শুরু। শতাব্দী ওয়াদুদ প্রথম সিনেমায় অভিনয় করেন শহীদুল জহিরের গল্পে আশিক মোস্তফা’র পরিচালনায় ‘ফুলকুমার’ সিনেমায়। পরবর্তীতে ‘রূপান্তর’, ‘মেহেরজান’, ‘গেরিলা’, ‘আয়না কাহিনী’,‘ জীবনঢুলী’,‘ রুদ্র দ্য গ্যাংস্টার’, ‘কতো স্বপ্ন কতো আশা’, ‘চোখের দেখা’, ‘বাপজানের বায়োস্কাপ’, ‘অজ্ঞাতনামা’য় অভিনয় করেন। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘গেরিলা’য় অভিনয়ের জন্য তিনি প্রথমবার জাতীয় চলচিচত্র পুরস্কার পান। অভিনয় জীবনের প্রাপ্তি প্রসঙ্গে শতাব্দী বলেন, ‘অনেকেই আমাকে শক্তিমান অভিনেতা হিসেবে আখ্যায়িত করেন। তাতে যেমন আনন্দ পাই, তেমনি মনে ভয়ও কাজ করে। কারণ, আগামীতে এই ধারা অব্যাহত রাখতে পারবো কিনা, এ চাপ অনুভব করি। তবে এটা সত্য, আমি প্রতি নিয়তই নিজেকে ভাঙ্গার চেষ্টা করি।’ শতাব্দী ওয়াদুদ মনে করেন দেশে শক্তিমান অভিনয় শিল্পী হচ্ছেন, গোলাম মুস্তাফা, এটিএম শামসুজ্জামান, রাইসুল ইসলাম, হুমায়ূন ফরীদি, ফেরদৌসী মজমুদার, সুবর্ণা মুস্তাফা, আজাদ আবুল কালাম, তারিন, জয়া আহসান, অপি করিম। তিনি বলেন, যাদের নাম উল্লেখ করেছি, তারা প্রত্যেকেই শক্তিমান অভিনয়শিল্পী। এরমধ্যে যাদের সঙ্গে অভিনয় করেছি, স্বাচ্ছন্দ্যে অভিনয় করেছি। অভিনয়ও শিখেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শতাব্দী-ওয়াদুদের-তিন-যুগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ