Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত হচ্ছে সানি আজাদের নতুন গান

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৮ এএম

৭ ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে সাংবাদিক ও সঙ্গীতশিল্পী সানি আজাদের নতুন গান ‘তোর লাগিয়া’। এটি মুক্তি পাবে পদ্মা মিউজিকে। গানটির কথা লিখেছেন গীতিকার অনুরূপ আইচ। সুর এবং মিউজিক করেছেন রিয়েল আশিক। তার জীবনের বাস্তব কাহিনী নিয়ে গানটি লিখেছেন তিনি। গানের মিউজিক্যাল ফিল্মটিও নির্মিত হয়েছে গানের গল্প নিয়ে। ভিডিও নির্মাণ করেছেন বি এম সাইফুল ইসলাম। মিউজিক্যল ফিল্মটিতে অভিনয় করছেন সানি আজাদ, অবন্তী এবং আকলিমা লিমা প্রমুখ। সানি আজাদ বলেন, গানটির অসাধারণ সুর এবং মিউজিক করেছেন রিয়েল আশিক। অনুরূপ দা’র কথায় এর আগেও আমি দুটি গান করেছি। তবে এ গানটি আমার অন্যরকম। আমার বিশ্বাস, শ্রোতারা উপভোগ করবেন। অনুরূপ আইচ বলেন, সানি গানটি অসাধারণ গেয়েছে। গানটি নিয়ে সানি অনেক পরিশ্রম করেছে। রিয়েলও অসাধারণ মিউজিক করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সানি-আজাদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ