Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নেছারাবাদে স্বামী ও সতিনের নির্যাতনে গৃহবধূ হাসপাতালে

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ৬:২২ পিএম

নেছারাবাদে স্বামী সাইফুল ও তার দ্বিতীয় স্ত্রী করবির নির্যাতনের শিকার হয়ে প্রথম স্ত্রী ঝুমুর বেগম ও তার মা রওশনারা বেগম মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। বুধবার বিকালে উপজেলার রাজাবাড়ি গ্রামে ওই ঘটনা ঘটে। এ ব্যাপারে ঝুমুর বেগমের বোন নুরজাহান বেগম ওইদিন রাতে সাতজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ স্বামী সাইফুল, দ্বিতীয় স্ত্রী করবি ও ভাগ্নে শাওনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। অন্য আসামীরা আত্ম গোপন করেছে।

থানায় দায়ের করা মামলা সূত্রে জানা-গেছে, ১২/১৩ বছর পূর্বে রাজাবাড়ী গ্রামের লাল মিয়ার ছেলে সাইফুলের সাথে তার বোন ঝুমরের বিয়ে হয়। তাদের নয় বছর ও তিন বছরের দুটি সন্তান রয়েছে। নানা অজুহাতে সাইফুলের সাথে ঝুমুরের প্রায়ই ঝগড়া বিবাদ হত এবং মারপিট করত। সাইফুল গত বছরের ২৮ফেব্রুয়ারী আমার বোনকে তালাক দিয়ে তা গোপন রেখে রীতিমত ঘর সংসার করে আসছিল। ঘটনার দিন দ্বিতীয় স্ত্রী করবিকে নিয়ে ঘরে তুললে উভয়ের মধ্যে দ্বন্দ্ব বাধে। খবর পেয়ে বাদীর মা ঘটনাস্থলে আসেন। এক পর্যায়ে সাইফুল ও তার দ্বিতীয় স্ত্রী করবি ঝুমুরকে মারপিট শুরু করে। এসময় ঝুমরের মা বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।



 

Show all comments
  • [email protected] ৪ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৪০ পিএম says : 0
    সাংবাদিক ভাই এবং প্রশাসনের লোকজনকে অনেক অনেক ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিরোজপুর

২৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ