বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ২০ দলীয় জোটের অন্যতম শরীক এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশে আইনের শাসন নেই। বেগম খালেদা জিয়ার নের্তৃত্বে আন্দোলন করে এ সরকারকে বিদায় করা হবে। কারণ তিনি দেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের একমাত্র নেত্রী। তার দিকে তাকিয়ে রয়েছে দেশের কোটি কোটি মানুষ। অথচ সরকার পুলিশের জোরে টিকে রয়েছে। পুলিশের ওপর নির্ভরশীল হয়ে পড়ায় বর্তমান অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের মন্ত্রী এমপিদের কথা শুনে মনে হচ্ছে তারা যুগের পর যুগ ক্ষমতায় থাকবেন। বাস্তবতা হলো ক্ষমতা দীর্ঘস্থায়ী নয় কারো জন্যই। গতকাল রাজধানীর দিলকুশাস্থ দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় দলেরসহ সভাপতি আ হ ম জহির হোসেন হাকিম, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, কেন্দ্রীয় নেতা নড়াইল সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন, ওহিদুর রহমান ওহিদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ২০ দলীয় জোট নেতা বলেন, বেগম জিয়াকে জেলে নেয়ার জন্য একের পর এক মামলা দেয়া হচ্ছে। অন্যান্যদের মামলা চাপা পড়ে রয়েছে অথচ বেগম জিয়ার মামলা দ্রæত গতিতে এগিয়ে যাচ্ছে। বেগম জিয়াকে জেলের ভয় দেখিয়ে লাভ নেই।
জঙ্গিবাদ প্রতিরোধে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।