Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওলানা সুলতান উদ্দিন নূরীর ইন্তেকাল

সরকার আদম আলী, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

যার বক্তৃতা শুনে মানুষ উদ্বেলিত হয়ে যেত, যার মোনাজাতে মানুষ ঢুকড়ে ঢুকড়ে কাঁদতো, সেই অনলবর্ষী বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সুলতান উদ্দিন নূরী গত মঙ্গলবার রাত সোয়া নয়টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক পূত্র ও ৫ কন্যাসহ বহুসংখ্যক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মাওলানা সুলতান উদ্দিন নূরী জন্ম পলাশ উপজেলার ইছাখালী গ্রামে। তার শৈশব ও কৈশোর কাটে ইছাখালী গ্রামে। ইছাখালী মাদরাসায় তিনি লেখাপড়া করে নিজেকে একজন ইসলামী পন্ডিত হিসাবে প্রতিষ্ঠা করেন। ছাত্রজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সদা হাস্যোজ্জল ও বন্ধুবৎসল। তিনি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, নরসিংদী জেলা শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি তার জীবনের অর্ধশতাব্দীকাল বিভিন্ন ইসলামিক জলসায় বক্তৃতার করেছেন। দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়িয়েছেন আর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। তিনি যখন মোনাজাত পরিচালনা করতেন তখন সমাবেশে কান্নার রোল পড়ে যেত। গতকাল বুধবার বেলা ১১ টায় পলাশের ইছাখালী মাদরাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ জানাজায় অংশগ্রহণ করে। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাইল নুরপুরী, শিবপুরে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী, ইন্ডিপেন্ডেন্ট কলেজের প্রিন্সিপাল ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা কওমি মাদরাসা পরিষদের সভাপতি মাওলানা শওকত হুসাইন সরকার, বাজার জামে মসজিদের খতিব মাওলানা আলী আহমদ হোসাইনী, আবাবিল ইসলামী একাডেমির প্রিন্সিপাল মাওলানা আব্দুন নূর প্রমূখ। এছাড়া নরসিংদী বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষক ইমাম খতিবগণসহ বহুসংখ্যক মাদরাসাছাত্র উপস্থিত ছিলেন। নামাজে জানাজা শেষে মরহুম নুরী হুজুরকে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাওলানা সুলতান উদ্দিন নূরীর ইন্তেকাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ