Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও মদসহ গ্রেপ্তার ৪

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৮:১২ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় ২টি দেশীয় অস্ত্র, ৪টি ছোরা, ৮৫ লিটার চোলাইমদ উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গতকাল মঙ্গলবার রাত দশটায় উপজেলার বটতলীর নুরপাড়া জামালের বাড়িতে র‌্যাব অভিযানে চালিয়ে ৪জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের অস্ত্র ও মাদক আইনে পৃথক ২টি মামলা দিয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আনোয়ারা থানা ও র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে র‌্যাব-৭ এর বিশেষ টিম মঙ্গলবার রাত ১০ টায় উপজেলার বটতলী ইউনিয়নের নুর পাড়ার বাসিন্দা জামালের বাড়ীতে অভিযান পরিচালনা করেন। এসময় ঘরে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় তৈরী এলজি, ৪টি বিভিন্ন সাইজের ছোরা, ৮৫ লিটার চোলাইমদ উদ্ধার করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জামাল প্রকাশ ডাকাত জামাল পালিয়ে যেতে সক্ষম হলেও জামালের স্ত্রী তাজমহল বেগম (৩৩), জুইঁদন্ডী ইউনিয়নের মৃত ছিদ্দিক আহমদের পুত্র আবদুল হালিম (৫০) বারখাইন ইউনিয়নের আবদুল জলিলের পুত্র আবুল কাশেম (৪৫) ও বটতলী গুচ্ছ গ্রামের বাসিন্দা আলী আহমদের পুত্র মো. ইসমাইল (৪০) কে গ্রেপ্তার করে। এ ঘটনায় আনোয়ারা থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক ২ টি মামলা হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, চট্টগ্রাম র‌্যাব ৭ এর একটি টিম অভিযান চালিয়ে ২টি দেশীয় অস্ত্র, ৪টি ছোরা, ৮৫ লিটার চোলাইমদসহ ৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের অস্ত্র ও মাদক আইনে পৃথক ২ টি মামলা দিয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ